ঢাকা, রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২
Logo
logo

চ্যাম্পিয়নস লিগে আগুন ঝরাল বার্সেলোনা! অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে উড়িয়ে দিল লোপেসের হ্যাটট্রিক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

চ্যাম্পিয়নস লিগে আগুন ঝরাল বার্সেলোনা! অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে উড়িয়ে দিল লোপেসের হ্যাটট্রিক

পিএসজির কাছে হারের ধাক্কা সামলে ইউরোপ সেরা মঞ্চে রাজকীয় প্রত্যাবর্তন বার্সেলোনার।
চ্যাম্পিয়নস লিগের রাতে অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল।
তরুণ সেনসেশন ফের্মিন লোপেসের হ্যাটট্রিক, সঙ্গে মার্কাস র‌্যাশফোর্ডের জোড়া গোল—
সব মিলিয়ে ন্যু ক্যাম্পে যেন ছিলো আনন্দ-উল্লাসের উৎসব!

 লোপেসের জোড়া গোলেই প্রথমার্ধে স্বস্তি

মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ঘরের মাঠে নেমেছিল বার্সেলোনা।
খেলার শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখাতে থাকে কাতালানরা।
অলিম্পিয়াকোস শুরুতে কিছুটা চাপ তৈরি করলেও, সপ্তম মিনিটেই লোপেসের গোলে এগিয়ে যায় বার্সা।

এরপর ৩৮তম মিনিটে দ্রো ফের্নান্দেসের নিখুঁত পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন লোপেস,
যা প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করে ফেলে।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি ড্রামা, তারপর ধস

দ্বিতীয়ার্ধের শুরুতেই নাটকীয়তা আসে।
৫০তম মিনিটে এরিক গার্সিয়ার হ্যান্ডবলে পেনাল্টি পায় অলিম্পিয়াকোস,
এবং এল কাবি স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান।

কিন্তু আনন্দ বেশিক্ষণ টিকেনি গ্রিক ক্লাবের।
মাত্র চার মিনিট পরই মার্ক কাসাদোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন
আর্জেন্টাইন মিডফিল্ডার সান্তিয়াগো—ফলে ১০ জনের দলে পরিণত হয় অলিম্পিয়াকোস।

 বাকি সময়টা বার্সেলোনার শো

একজন কম নিয়ে টিকে থাকা গ্রিক ক্লাবকে তখন পুরোপুরি চেপে ধরে বার্সা।
৬৮তম মিনিটে পেনাল্টি থেকে লামিনে ইয়ামালের গোল,
এরপর শুরু হয় গোলবন্যা!

৭৪তম মিনিটে আলেহান্দ্রো বাল্দের পাসে গোল করেন মার্কাস র‌্যাশফোর্ড,
আর মিনিটখানেক পর দুর্দান্ত হাফ-ভলিতে হ্যাটট্রিক পূর্ণ করেন ফের্মিন লোপেস।

এই জয়ে গ্রুপ টেবিলে নিজেদের অবস্থান মজবুত করে ফেলে স্প্যানিশ জায়ান্টরা,
আর সমর্থকরাও পেলেন বহুদিন পর সেই পুরনো বার্সেলোনার স্বাদ।