ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

ইউক্রেন যুদ্ধের কারণে ভারতে দ্বিতীয় ধাপের এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ ৩ মাস পিছিয়ে গেল


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২২, ১১:০৪ পিএম

ইউক্রেন যুদ্ধের কারণে ভারতে দ্বিতীয় ধাপের এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ ৩ মাস পিছিয়ে গেল

ইউক্রেন যুদ্ধের কারণে ভারতে দ্বিতীয় ধাপের এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ ৩ মাস পিছিয়ে গেল

আগামী মে মাসেই ভারতে এসব রুশ ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা ছিল। ইতিমধ্যে প্রথম ধাপের ক্ষেপণাস্ত্র ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণ সরঞ্জাম হাতে পেয়েছে ভারত। দি প্রিন্ট
দুটি জাহাজে করে রাশিয়া থেকে দ্বিতীয় ধাপের এস-৪০০ ক্ষেপণাস্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম ভারতে আসবে। একটি জাহাজে আসবে হার্ডওয়ার ও অন্যটিতে ক্ষেপণাস্ত্র। 

প্রথম ধাপে আনা রুশ ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তান সীমান্তে অর্থাৎ ভারতের পশ্চিশ সেক্টরে মোতায়েন করা হয়েছে। আর দ্বিতীয় ধাপের ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েন করা হবে পূর্ব সেক্টরে। 

ভারতের বিমানবাহিনীর ১শ লোকবলকে রুশ ক্ষেপণাস্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

রুশ ক্ষেপণাস্ত্রগুলো ৬ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে ৪ শ কিলোমিটর দূরে থাকতেই আঘাত হানতে সক্ষম।