ঢাকা, শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২
Logo
logo

আরও আগে অভিষেক হলে শচীনকে ছাড়িয়ে যেতেন! এমন অদ্ভুত দাবি কেন করলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা মাইক হাসি?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

আরও আগে অভিষেক হলে শচীনকে ছাড়িয়ে যেতেন! এমন অদ্ভুত দাবি কেন করলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা মাইক হাসি?

একসময় অস্ট্রেলিয়া দলের অন্যতম বড় ভরসা ছিলেন মাইক হাসি। দেরিতে অভিষেক হলেও তিনি জাতীয় দলের হয়ে চুটিয়ে খেলেছেন এবং প্রচুর রানও করেছেন। আইপিএলেও খেলেছেন এই তারকা।

বর্তমানে তিনি চেন্নাই সুপার কিংসের CSK কোচিং টিমের অংশ। সেই তিনিই এবার এক আজব দাবি করে বসেছেন। এই প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকার মতে, যদি আরও আগে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতো, তবে তিনি শচীন টেন্ডুলকারের চেয়ে অন্তত ৫,০০০ রান বেশি করতেন!

'সব রেকর্ড আমার হতো'
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হাসি তার মনের কথা খুলে বলেছেন। তিনি বলেন:

"আমি একটা বিষয় নিয়ে অনেক ভেবেছি। আমি হয়তো শচীনের থেকে ৫০০০ রান বেশি করতে পারতাম। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান আমারই হতো। সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে বেশি জয়, সব থেকে বেশি অ্যাশেজেও জয় আর সবার থেকে বেশি বিশ্বকাপ জয়, সবই পেতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে, সেগুলো স্বপ্নই থেকে গেল।"

তিনি আরও আক্ষেপের সুরে বলেন, "আরও আগে আমার অভিষেক হলে খুশি হতাম। তবে ভালো বিষয় হলো, যখন আমি সুযোগ পেলাম, তখন আমি খেলাটা ভালো বুঝতে শিখে গিয়েছিলাম।"

পরিসংখ্যানের বিচারে শচীন-হাসি
২০০৪ সালে ২৮ বছর বয়সে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় মাইক হাসির। পরের বছর তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলেও সুযোগ পান।

খেলোয়াড়ফরম্যাটম্যাচরানগড়সেঞ্চুরিমাইক হাসিটেস্ট৭৯৬,২৩৫৫১.৫২১৯ওয়ানডে১৮৫৫,৪৪২৪৮.১৫৩শচীন টেন্ডুলকারটেস্ট২০০১৫,৯২১৫৯.৭৫৫১ওয়ানডে৪৬৩১৮,৪২৬৪৪.৮৩৪৯

টেস্টে হাসির সেঞ্চুরি সংখ্যা ১৯টি এবং ওয়ানডেতে ৩টি। তিনি ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন।

অন্যদিকে শচীন টেন্ডুলকার টেস্টে মাইক হাসির থেকে প্রায় ১৩,০০০ রান বেশি করেছেন। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে তার মোট সেঞ্চুরি সংখ্যা ৯৯টি। এখনও পর্যন্ত ক্রিকেটে তার মোট সেঞ্চুরি বা রানের রেকর্ড কেউ ছুঁতে পারেননি।