এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম

একই রাতে বড় জয় তুলে নিয়েছে লিভারপুল, চেলসি এবং বায়ার্ন মিউনিখ—তিন দলই প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে।
ফ্রাঙ্কফুর্টে লিভারপুলের গোল উৎসব
জার্মান ক্লাব এইনট্রাঙ্ক ফ্রাঙ্কফুর্টের মাঠে খেলার শুরুটা ভালো ছিল না লিভারপুলের। ম্যাচের শুরুতেই স্বাগতিকদের হয়ে রাসমুস ক্রিস্টেনসেন গোল করে দলকে এগিয়ে দেন।
তবে লিভারপুলকে দমিয়ে রাখা যায়নি। হুগো একিতিকে সমতা ফেরান, এরপর ভারজিল ফন ডাইক ও ইব্রাহিমা কোনাতে গোল করে প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে এগিয়ে দেয় দলকে।
দ্বিতীয়ার্ধে আরও দু’বার জালের দেখা পায় ইংলিশ জায়ান্টরা—কোডি গ্যাকপো ও ডমিনিক সবসলাই গোল করে ৫-১ ব্যবধানে দারুণ জয় নিশ্চিত করেন।
লিভারপুলের নতুন কোচ আর্নে স্লটের শিষ্যদের এটি ছিল এক নিখুঁত দলীয় পারফরম্যান্স, যেখানে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ—সব জায়গাতেই ছিল শৃঙ্খলা ও আধিপত্য।
চেলসির মাঠে আয়াক্সকে গোলবন্যা
স্টামফোর্ড ব্রিজে আয়াক্সের বিপক্ষে দাপট দেখিয়েছে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি।
প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি। মার্ক গুই ও মইজেস কাইসেডোর গোলে চেলসি এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
যদিও ৩৩ মিনিটে পেনাল্টি থেকে উইগর্স্ট একটি গোল শোধ দেন, এরপরও থামেনি লন্ডনের দল। বিরতির আগেই আরও দুবার জালের দেখা পায় তারা, দ্বিতীয়ার্ধে যোগ হয় আরেকটি গোল। ফলে ম্যাচের শেষ বাঁশিতে স্কোরলাইন দাঁড়ায় ৫-১—দারুণ এক রাত কাটায় পচেত্তিনোর দল।
আলিয়াঞ্জে বায়ার্নের ঝলক
নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় দর্শকদের সামনে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বায়ার্ন মিউনিখ।
ক্লাব ব্রুগের বিপক্ষে ৪-০ গোলে জেতে জার্মান চ্যাম্পিয়নরা। গোল করেন লেনার্ত কার্ল, হ্যারি কেন, লুইস দিয়াজ ও নিকোলাস জ্যাকসন।
অন্য ম্যাচগুলোর ফলাফল
স্পোর্টিং সিপি ২–১ মার্শেই
মোনাকো ০–০ টটেনহ্যাম
আটালান্টা ০–০ স্লাভিয়া প্রাহা
চ্যাম্পিয়নস লিগের এই রাত প্রমাণ করল—ইউরোপের জায়ান্টরা এখনো তাদের দাপট হারায়নি!