ঢাকা, শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২
Logo
logo

আমি তো অবসর নেইনি!' বিস্ফোরক মন্তব্য করে জল্পনা বাড়ালেন সাকিব, কী চান এই বিশ্বসেরা অলরাউন্ডার?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম

আমি তো অবসর নেইনি!' বিস্ফোরক মন্তব্য করে জল্পনা বাড়ালেন সাকিব, কী চান এই বিশ্বসেরা অলরাউন্ডার?

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ভারত সফরে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান।

তখন তিনি জানিয়েছিলেন, ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি তিনি বিশ্বকাপেই খেলে ফেলেছেন। আর মিরপুর স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। যদিও সাকিবের সেই ইচ্ছা আর পূরণ হয়নি।

এবার সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার নিজের অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানালেন, তিনি আসলে কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি!

সাকিবের স্পষ্ট বার্তা: 'আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি'
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট দল আটলান্টা ফায়ারের হয়ে খেলছেন সাকিব।

সেখানে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান স্পষ্ট ভাষায় জানান, তিনি এখনো বাংলাদেশের হয়ে কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, "সত্যি বলতে, আমি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি।"

সাকিব জানিয়েছেন, তিনি চান দেশের মাটিতে, বিশেষ করে মিরপুরে ম্যাচ খেলে নিজের ক্রিকেটজীবনের ইতি টানতে।

তার ভাষায়, "হ্যাঁ, শতভাগ। এটা আমার চেয়ে বেশি আমার ভক্তদের জন্য। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটিই হবে আমার আর আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত।"