ঢাকা, শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ | ৯ কার্তিক ১৪৩২
Logo
logo

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বিসিবি: নেতৃত্বে ফিরলেন লিটন দাস, বাদ পড়লেন কারা?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৫, ০৯:১০ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বিসিবি: নেতৃত্বে ফিরলেন লিটন দাস, বাদ পড়লেন কারা?

এই স্কোয়াডে ফিরেছেন দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। ইনজুরির কারণে তিনি সবশেষ আফগানিস্তান সিরিজের দলে ছিলেন না। উইকেটরক্ষক এই ব্যাটার দলে ফেরায় স্বস্তি ফিরেছে টিম ম্যানেজমেন্টে।

লিটনের অনুপস্থিতিতে আফগানিস্তান সিরিজের দলে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু ভিসা জটিলতার কারণে এই টাইগার ওপেনারের সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হয়নি। তবে কোনো ম্যাচ না খেলা সত্ত্বেও সৌম্য সরকারকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে রাখেনি টিম ম্যানেজমেন্ট।

এছাড়াও, এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজের দলে থাকা তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে বাদ পড়েছেন।

আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে এই টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে।

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।