এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৫, ০৮:১০ পিএম

প্রশান্ত মহাসাগরে একটি মাদক পাচারকারী নৌযানে বিমান হামলা চালিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। তবে সামরিক বাহিনীর এই হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকারকর্মী ও আইনপ্রণেতারা।
এবিসি নিউজ জানিয়েছে, মঙ্গলবার রাতে মধ্য আমেরিকার পশ্চিম উপকূলে এই হামলার ঘটনা ঘটে। সংঘটিত হামলায় জাহাজে থাকা ২ থেকে ৩ জন ব্যক্তি নিহত হন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে পাচারকারী সদস্যদের কেউ বেঁচে নেই।
মাদক রোধে সামরিক হস্তক্ষেপ: ট্রাম্পের ঘোষণা
মাদক পাচার রোধে আমেরিকার এমন অভিযান নতুন নয়। এর আগে সেপ্টেম্বর মাসের শুরু থেকে ক্যারিবীয় সাগরে ৭টি হামলা করা হয়।
মাদক অভিযানে সামরিক বাহিনীর হস্তক্ষেপ শুরু হয় এ বছর থেকেই। অতীতে প্রশাসন শুধু আইন প্রয়োগকারী সংস্থাকেই সমুদ্রপথে মাদক অভিযান পরিচালনার দায়িত্ব দিয়েছিল।
সামরিক বাহিনীর হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকারকর্মী ও আইনপ্রণেতারা। তবে ট্রাম্প প্রশাসন সামরিক বাহিনী কর্তৃক এই হামলাকে মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধ বলে অভিহিত করেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে তার এক বক্তব্যে বলেন, "তাদের কাছে দ্রুতগতির নৌযান এমনকি বিশ্বের সেরা স্পিডবোটগুলোও আছে। কিন্তু মিসাইলের চেয়ে দ্রুতগতির কিছু নেই।"