ঢাকা, শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২
Logo
logo

এক ম্যাচ হাতে রেখেই ধস! অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল ভারত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৫, ০৮:১০ পিএম

এক ম্যাচ হাতে রেখেই ধস! অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল ভারত

অস্ট্রেলিয়া সফরে যেন একের পর এক ধাক্কা খাচ্ছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার নিশ্চিত করল রোহিত শর্মার দল। এখন বাকি শুধু হোয়াইটওয়াশ ঠেকানোর লড়াই। শনিবার হবে তৃতীয় ও শেষ ম্যাচ।

 দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দাপট

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
২৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ২২ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

 ভারতের ব্যাটিং বিপর্যয়

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভয়ানক শুরু ভারতের। দলীয় স্কোর ১৭ রানেই সাজঘরে ফেরেন শুভমান গিল ও বিরাট কোহলি।
আরও অবাক করা বিষয়—ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার টানা দুই ম্যাচে ডাক মারলেন কোহলি!

এরপর পরিস্থিতি সামাল দেন রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার। দু’জনের ১১৮ রানের জুটিতে কিছুটা ভরসা ফেরে দলে।
রোহিত করেন ৭৩ রান, আর শ্রেয়াসের ব্যাট থেকে আসে ৬১ রান।
শেষ দিকে আক্সার প্যাটেল খেলেন গুরুত্বপূর্ণ ৪৪ রানের ইনিংস।
তবুও নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রানে থেমে যায় ভারত।

অজিদের পক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন অ্যাডাম জাম্পা—তিনি নেন ৪ উইকেট।
এছাড়া জেভিয়ার বার্টলেট নেন ৩টি ও মিচেল স্টার্ক নেন ২টি উইকেট।

জয়ের পথে অস্ট্রেলিয়া

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৫৪ রানে দুই ওপেনারকে হারায় অজিরা।
ম্যাট রেনশো ৩০ ও ম্যাথিউ শর্ট ৭৪ রান করে ফেরেন।
পরে মিচেল ওয়েনকে আউট করেন ওয়াশিংটন সুন্দর।

শেষ দিকে কুপার কনোলির অপরাজিত ৬১ রানের ইনিংসে সহজ জয় পায় অস্ট্রেলিয়া।

ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর, আর্শ্বদ্বীপ সিং ও হর্ষিত রানা প্রত্যেকে নেন ২টি করে উইকেট।

 সামনে হোয়াইটওয়াশের আশঙ্কা

টানা দুই হারের পর এখন ভারতের সামনে একটাই চ্যালেঞ্জ—শেষ ম্যাচে মর্যাদা রক্ষা।
শনিবারের ম্যাচে জয় না পেলে অস্ট্রেলিয়ার মাঠে পূর্ণ হোয়াইটওয়াশের লজ্জা অপেক্ষা করছে বিশ্বের এক নম্বর দলের জন্য।