ঢাকা, শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২
Logo
logo

এ বছর আর মাঠে গড়াচ্ছে না লঙ্কা প্রিমিয়ার লিগ! টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে বাতিল হলো পুরো আসর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৫, ০৮:১০ পিএম

এ বছর আর মাঠে গড়াচ্ছে না লঙ্কা প্রিমিয়ার লিগ! টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে বাতিল হলো পুরো আসর

আর মাত্র এক মাস পরেই শুরু হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল। কিন্তু সেই খেলা আর এই বছর মাঠে গড়াচ্ছে না। এক বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এসএলসি জানিয়েছে, এ বছর এলপিএল অনুষ্ঠিত হচ্ছে না। আসরটি বাতিল হওয়ার মূল কারণ হলো আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ।

মূলত, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ আয়োজনের পূর্বে ভেন্যুগুলোকে আন্তর্জাতিক মানের হতে হয়। এজন্য শ্রীলঙ্কা নিজেদের স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন ও মেরামতের ওপর জোর দিচ্ছে।

স্টেডিয়াম উন্নয়নে এলপিএল বাতিল

বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা তাদের স্টেডিয়ামগুলোতে দর্শক ধারণ ক্ষমতা বৃদ্ধি, খেলোয়াড়দের ড্রেসিং রুমের সুবিধা বাড়ানো ও ব্রডকাস্ট প্রযুক্তির আধুনিকায়ন করতে যাচ্ছে। এই নির্মাণকাজ ও প্রস্তুতির জন্য সময় প্রয়োজন হওয়ায় এ বছরের শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

ষষ্ঠ এলপিএল আসরটি শুরুর হওয়ার কথা ছিল ২৭ নভেম্বর এবং পর্দা নামার কথা ছিল ২৩ ডিসেম্বর। ভেন্যু হিসেবে কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলাকে বিবেচনা করা হয়েছিল।