ঢাকা, শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২
Logo
logo

মেসির মায়ামি ম্যাজিক চলবে! তিন বছরের নতুন চুক্তি, ২০২৮ পর্যন্ত খেলা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৫, ০৮:১০ পিএম

মেসির মায়ামি ম্যাজিক চলবে! তিন বছরের নতুন চুক্তি, ২০২৮ পর্যন্ত খেলা

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে নতুন করে চুক্তি করেছেন। বৃহস্পতিবার, কয়েক মাসের আলোচনার পর, মেজর লিগ সকারের জনপ্রিয় এই ক্লাব তিন বছরের নতুন চুক্তির ঘোষণা দেয়। এই চুক্তি অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত মায়ামিতেই খেলবেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি।

২০২৩ সালের জুলাইয়ে প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। সেই আড়াই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এ বছর। নতুন চুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা না আসায় ভক্তদের মনে তৈরি হয়েছিল ধোঁয়াশা।

অবশেষে, সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির নতুন চুক্তির খবর নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। ক্লাবটির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মেসি দলটির নতুন নির্মাণাধীন স্টেডিয়ামে বসে চুক্তিতে সই করছেন। পোস্টের ক্যাপশনে লেখা, ‘সে মেসি ঘরে ফিরেছে।’

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। মেজর লিগ সকারে এমএলএস তিনি গোল্ডেন বুট জিতেছেন। ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুট বিজয়ী এই তারকা। লিগে মায়ামির হয়ে তিনি ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করেছেন। 

সব মিলিয়ে তার গোল অবদান ৪৮টি। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন মেসি।
আগামী শনিবার ন্যাশভিলের বিপক্ষে প্লে-অফে মাঠে নামবে ইন্টার মায়ামি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়।