এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ০৯:১০ পিএম

ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি হতে চলেছে। আগামী ১৬ নভেম্বর কাতারের দোহায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) রাইজিং স্টার্স টি-টোয়েন্টি টুর্নামেন্টের বি গ্রুপের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এটি আসলে আগের 'এসিসি এমার্জিং টিমস এশিয়া কাপ'-এর নতুন সংস্করণ।
টুর্নামেন্টটি শুরু হচ্ছে ১৪ নভেম্বর থেকে। উদ্বোধনী ম্যাচে খেলবে পাকিস্তান ও ওমান। ১৫ নভেম্বর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে খেলবে হংকং-এর বিরুদ্ধে। তবে সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হচ্ছে ১৬ নভেম্বরের জন্য, যখন মাঠে নামবে ভারত ও পাকিস্তান।
কোন দল কোন গ্রুপে?
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। 'এ' গ্রুপে আছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা। অন্যদিকে, 'বি' গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
সেপ্টেম্বরের এশিয়া কাপের স্মৃতি
গত সেপ্টেম্বরে হওয়া এশিয়া কাপের স্মৃতি এখনও অনেকের মনেই তাজা। সেই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান দল হ্যান্ডশেক বিতর্কে জড়িয়ে পড়ে। চ্যাম্পিয়ন ভারত দল ট্রফিও নেয়নি এসিসি প্রধান মহসিন নাকভির কাছ থেকে, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। তাই এবারের টুর্নামেন্টে যদি ভারত চ্যাম্পিয়ন হয়, তাহলে ট্রফি নিয়ে আবারও কোনো জটিলতা তৈরি হবে কিনা, সেটিও দেখার মতো।
টুর্নামেন্টের ইতিহাস
এই টুর্নামেন্টটি ২০১৩ সালে শুরু হয়েছিল এবং এ পর্যন্ত ছয়বার অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কা দুবার করে চ্যাম্পিয়ন হয়েছে, আর ভারত ও আফগানিস্তান জিতেছে একবার করে। গতবার ২০২৪ সালে ওমানে হওয়া ফাইনালে আফগানিস্তান ৭ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
টুর্নামেন্ট সূচি
নভেম্বর: পাকিস্তান বনাম ওমান, ভারত বনাম ইউএই
নভেম্বর: বাংলাদেশ বনাম হংকং, আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা
নভেম্বর: ভারত বনাম পাকিস্তান
নভেম্বর: সেমিফাইনাল
নভেম্বর: ফাইনাল
প্রতিদিন দুটি করে ম্যাচ হবে ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। সেমিফাইনাল ও ফাইনাল হবে যথাক্রমে ২১ ও ২৩ নভেম্বর।