ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

গত বছর ব্রিটিশদের আর্থিক তথ্য হ্যাক বেড়েছে ১৮শ শতাংশ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২২, ১১:০৪ পিএম

গত বছর ব্রিটিশদের আর্থিক তথ্য হ্যাক বেড়েছে ১৮শ শতাংশ

গত বছর ব্রিটিশদের আর্থিক তথ্য হ্যাক বেড়েছে ১৮শ শতাংশ

গত বছর ব্রিটেনে ৪২ মিলিয়নেরও বেশি মানুষ হ্যাকারদের স্বীকার হয়েছে যা তার আগের বছরের চেয়ে ২.২ মিলিয়ন বেশি। ডেইলি মেইল

 হ্যাকাররা ক্ষতিকারক সফ্টওয়্যার ব্যবহার করে ব্যবহারকারীদের কাছ থেকে নগদ অর্থ না পাওয়া পর্যন্ত তাদের এ্যাকাউন্টগুলো ব্লক করে রাখে। এধরনের র‌্যানসমওয়্যার আক্রমণে শঙ্কাজনকভাবে বিপুল পরিমাণ ডেটা অনুলিপি করা মুক্তিপণ আদায় করা হয়।

এ ঘটনা প্রকাশকারী আন্তর্জাতিক আইন সংস্থা রেনল্ডস পোর্টার চেম্বারলেইনের পার্টনার রিচার্ড ব্রেভিংটন বলেছেন এই ধরনের আক্রমণ সাইবার-অপরাধীদের জন্য খুব ‘লাভজনক’ হয়ে উঠেছে।

বিশেষজ্ঞরা হ্যাকারদের কবল থেকে বাঁচার জন্যে ব্যক্তিগত ডেটা সংরক্ষণের প্রচেষ্টাকে দ্বিগুণ শক্তিশালী করার জন্য আইটি নিরাপত্তা সফ্টওয়্যারে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন।