এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ জুলাই, ২০২২, ০৯:০৭ এএম
অবশেষে পার্থ ও অর্পিতা ইস্যুতে মুখ খুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারও নাম উল্লেখ না করেই মমতা সোমবার সন্ধ্যায় পরিষ্কার জানিয়ে দেন ‘কোন একটা নারী ঘটিত ব্যাপার... ওর বাড়ি থেকে রুপি উদ্ধার করেছে। বিষয়টি বিচারাধীন, আমি কোন মন্তব্য করব না। তবে আমি চাই সত্যের বিচার হোক। সত্য ঘটনার সামনে আসুক। সত্যিই যদি কেউ দোষী প্রমাণিত হয় তাকে যাবজীবন কারাদণ্ড দিলেও আই আমি কিছু মনে করব না।’
মমতা ফের জানান ‘কেউ যদি অন্যায় করে থাকে, বিচারে প্রমাণিত হয়, তার দায়িত্ব সে নিজে নেবে, কারণ সরকার এর সাথে জড়িত নয়। আর দলের সাথেও ওই নারীরও কোন সম্পর্ক নেই। দল বা সরকার কারো সাথেই এর সম্পৃক্ততা নেই। কিছু গণমাধ্যম নিজের মতো দেখিয়ে যাচ্ছে। যিনি অন্যায় করেছে তার বিরুদ্ধে যা পারেন করুন, আমার জানার দরকার নেই। আমার কিছু যায় আসে না। কিন্তু আমাকে গায়ে ছোঁয়ার চেষ্টা করবেন না, আপনি যদি আমার একটা স্পর্শ করেন আমি জানি কিভাবে লড়াই করতে হয়।’
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (সাবেক শিক্ষা মন্ত্রী)। গতকাল রবিবার গ্রেপ্তার হযন তার সহাকারি হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। ইতোমধ্যেই টালিগঞ্জে অর্পিতার বিলাসবহুল ফ্লাট থেকে উদ্ধার করা হয়েছে নগাদ ২১ কোটি ৯০ লাখ রুপি, সেইসঙ্গে স্বর্ণের গহনা, প্রচুর বিদেশি মুদ্রাও উদ্ধার করা হয়।