ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

কেনিয়ায় যাত্রীবাহী বাস নদীতে পড়ে ৩৪ জনের মৃত্যু


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২২, ১০:০৭ এএম

কেনিয়ায় যাত্রীবাহী বাস নদীতে পড়ে ৩৪ জনের মৃত্যু

 

কেনিয়ায় একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নদী উপত্যকায় পড়ে যাওয়ায় কমপক্ষে ৩৪ জন মারা যায়। রয়টার্স

দ্য ডেইলি ন্যাশন এন্ড স্টানডার্ট পত্রিকা জানায়, স্থানীয় মর্ডান কোস্ট কোম্পানির ওই বাসটি মেরু থেকে মোম্বাসা যাওয়ার পথে থারাকা নিথির কাউন্টি এর নিথি ব্রিজের ওপর থেকে উল্টে প্রায় ৪০ মিটার নিচে নদী উপত্যকায় পড়ে যায়। 

থারাকা নিথি কাউন্টি কমিশনার নোবার্ট কমোরা স্থানীয় একটি টিভিতে দেওয়া সাক্ষাতকারে বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন নারী, ১৮ জন পুরুষ ও দুই বালিকাসহ মোট ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর ১১ জীবিত জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় কমিশনার কমোরা বরাত দিয়ে পত্রিকাটির রিপোর্টে বলা হয়, প্রাথমিক তদন্তে বাসের ব্রেক নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবার কথা বলা হয়েছে। তবে সেতুটিতে একটি তীক্ষ্ণ বাক থাকায় এখানে চালকরা ব্রেক নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে যায়।

দেশটির জাতীয় পরিবহন এবং সুরক্ষা কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মর্ডান কোস্ট পরিবহনের সকল বাসের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। 

কেনিয়ার জাতীয় পরিসংখ্যান অধিদপ্তর বলছে, ২০২১ সালেই দেশটিতে সড়ক দুর্ঘটায় প্রাণ হারিয়েছেন ৪৫৭৯ জন। যা তার আগের বছরের তুলনায় ১৫ ভাগ বেশি।