এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৫, ০৯:১১ পিএম

ভারতীয় ফ্যানরা আবার গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে ধুয়ে দিচ্ছেন। ভাইস-ক্যাপ্টেন শুভমন গিলের টানা খারাপ পারফরম্যান্স সত্ত্বেও তাকে দলে রাখায় ক্ষোভ। এবার সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে মিডল অর্ডারের ব্যাটারকে ওপেন করানো হয়েছে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বোলারদের সাহায্যকারী পিচে ১২৫ রান ডিফেন্ড করতে পারেনি ভারত। ৬ উইকেট নিলেও ম্যাচ কখনো নিয়ন্ত্রণে আসেনি।
১-০ পিছিয়ে থেকে হোবার্টে টস জিতে প্রথমে বোলিং নেন সূর্যকুমার। ব্যাটিং সহায়ক পিচে অস্ট্রেলিয়াকে ১৮৬ রানে আটকে রাখেন ভারতীয় বোলাররা।
টি-টোয়েন্টিতে শুভমন গিলের খারাপ ধারা অব্যাহত
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সহজ হবে বলে ভেবেছিলেন সূর্যকুমার। অভিষেক শর্মা ও শুভমন গিল ওপেন করতে নামেন। অভিষেক তার স্বভাবমতো বল পিটিয়ে শুরু করেন।
জাভিয়ার বার্টলেট ও নাথান এলিসের টাইট ওভারে চাপে পড়েন অভিষেক। শর্ট পিচড ডেলিভারি পুল করতে গিয়ে উইকেট হারান।
চাপ বাড়ার কারণ শুভমন। একের পর এক সিঙ্গল নিয়ে বাউন্ডারি মারার কোনো ইচ্ছা দেখাননি। পাওয়ারপ্লে জুড়ে সংগ্রাম করে এলিসের দ্বিতীয় ওভারে বাউন্ডারি মারেন, পরের বলেই প্যাডের সামনে পিচড বলে আউট।
শুভমন গিলের শেষ ১০ টি-টোয়েন্টি ইনিংস: ২০(৯), ১০(৭), ৫(৮), ৪৭(২৮), ২৯(১৯), ৪(৩), ১২(১০), ৩৭*(২০), ৫(১০), ১৫(১২)।
হোবার্ট ম্যাচে সঞ্জু স্যামসনকে বাদ দিল ভারত
আজকের ম্যাচে সাবেক ওপেনার সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া হয়েছে। আগে মিডল অর্ডারে নামানো হয়েছে। শুভমনের হঠাৎ টি-টোয়েন্টিতে ফেরায় স্যামসন ওপেন করার সুযোগ হারান।
২০২৪-এ টি-টোয়েন্টিতে তিন সেঞ্চুরি করলেও নং ৩ ও ৫-এ খেলানো হয়েছে। মিডল অর্ডারে রান পাননি, তবু টপ অর্ডারে ফেরত দেওয়া হয়নি।
যশস্বী জয়সওয়ালকেও অজিত আগরকরের নির্বাচক কমিটি ও কোচ গম্ভীর দলে নেননি।
পড়ুন: ভারতীয় ক্রিকেটারের সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টির মাঝে
"বিসিসিআই শুভমনকে ভারতীয় ক্রিকেটের মুখ বানাতে চায়" – ফ্যানরা পক্ষপাতের অভিযোগ
ব্রো টপ-৩ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে থাকার যোগ্য। কিন্তু বেঞ্চ গরম করছে কারণ বিসিসিআই শুভমন গিলকে ভারতীয় ক্রিকেটের মুখ বানাতে চায়।