ঢাকা, সোমবার, নভেম্বর ৩, ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২
Logo
logo

নারী বিশ্বকাপে রেকর্ড পুরস্কার অর্থ, বাংলাদেশ পেল কোটি টাকা, চ্যাম্পিয়ন পাবে ৪৯ কোটি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৫, ০৯:১১ পিএম

নারী বিশ্বকাপে রেকর্ড পুরস্কার অর্থ, বাংলাদেশ পেল কোটি টাকা, চ্যাম্পিয়ন পাবে ৪৯ কোটি

নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামছে আজ। ফাইনালে মুখোমুখি স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা—যে দল জিতবে, তারা প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ট্রফি হাতে তুলবে। শুধু শিরোপাই নয়, এই জয়ের সঙ্গে জুড়ে আছে রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কারও।

এবারের নারী বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি প্রাইজমানির টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৪৯ কোটি টাকা, আর রানার্স-আপ দল পাবে ২৪ কোটি টাকার পুরস্কার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের “সমান পারিশ্রমিক” নীতির অংশ হিসেবে নারী ক্রিকেটে এই নজিরবিহীন পুরস্কার ঘোষণা করেছে।

আগের সব রেকর্ড ভাঙল ২০২৫ বিশ্বকাপ

২০২২ সালের আসরে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল প্রায় ১৩ কোটি টাকা। এবারের আসরে সেই অঙ্ক বেড়ে হয়েছে তিনগুণেরও বেশি—চ্যাম্পিয়ন দল পাচ্ছে ৩৬ কোটি টাকা বেশি।

রানার্স-আপ দলের পাশাপাশি সেমিফাইনালে হেরে যাওয়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দলও পাচ্ছে প্রায় ১২ কোটি টাকা করে।

পুরস্কারে নারী ক্রিকেটের বিপ্লব

এবারের নারী বিশ্বকাপের মোট পুরস্কার অর্থ প্রায় ১৪০ কোটি টাকা, যা ২০২২ সালের নিউজিল্যান্ড আসরের তুলনায় চারগুণ বেশি। এমনকি এটি পুরুষদের ২০২৩ বিশ্বকাপের (১০০ কোটি টাকা) পুরস্কার অর্থকেও ছাড়িয়ে গেছে।
এই প্রথমবারের মতো নারী ও পুরুষ দুই বিশ্বকাপেই আইসিসি ঘোষণা করেছে সমান পুরস্কার অর্থ।

বাংলাদেশের প্রাপ্তি

বিশ্বকাপে মাত্র এক ম্যাচ জিতে সপ্তম স্থানে থেকে আসর শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে সেই একমাত্র জয়ের সুবাদে টাইগ্রেসরা পেয়েছে ৬ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা।

বিশ্বকাপে প্রতিটি জয়েই ছিল ৩৫ লাখ টাকার বোনাস, আর অংশগ্রহণের জন্য প্রতিটি দল পেয়েছে ২ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাবে প্রায় ৩ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা করে।

পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাচ্ছে প্রায় ৭ কোটি টাকা করে। এমন উদার পুরস্কার কাঠামো নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছে আইসিসি ও ক্রিকেট বিশেষজ্ঞরা।