ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২
Logo
logo

১৪৬ কোটি টাকার বিনিময়ে অ্যাঙ্গোলা সফরে যাচ্ছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৫, ১২:১১ পিএম

১৪৬ কোটি টাকার বিনিময়ে অ্যাঙ্গোলা সফরে যাচ্ছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এবার অ্যাঙ্গোলা সফরে যাচ্ছে। সপ্তাহখানেক আগে যখন এই খবর আসে, তখন অনেক আর্জেন্টাইন সমর্থকই বেশ অবাক হয়েছিলেন। অনেকেরই প্রশ্ন— ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৯ নম্বরে থাকা অ্যাঙ্গোলায় কেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলতে যেতে রাজি হলো? ভক্তদের প্রতিক্রিয়া ছিল অনেকটা নাক সিঁটকানোর মতোই।

তাছাড়া সামনেই তো আরেকটা বিশ্বকাপ! যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় ২০২৬ সালের এই আসর বসবে ১১ জুন থেকে। এর আগে কোনো প্রীতি ম্যাচ খেলা মানেই বিশ্বকাপের প্রস্তুতি, আর এমন গুরুত্বপূর্ণ সময়ে তো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেই খেলা উচিত। তাহলে আর্জেন্টিনা কেন অ্যাঙ্গোলায় যাচ্ছে?

আফ্রিকান ক্রীড়া সংবাদমাধ্যম ‘স্পোর্টস নিউজ অব আফ্রিকা’-এর সাংবাদিক রোমাইন মলিনা এবার বোমা ফাটালেন। তিনি দাবি করেছেন, আর্জেন্টিনা নাকি এই সফরে যাচ্ছে ১২ মিলিয়ন ডলারের বিনিময়ে! এই বিশাল অঙ্কের অর্থ দিচ্ছে অ্যাঙ্গোলা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৪৬ কোটি টাকারও বেশি। জানিয়ে রাখা ভালো, মলিনা নিউইয়র্ক টাইমস, বিবিসি, সিএনএন-সহ প্রাচ্যের বেশ কয়েকটি বিখ্যাত সংবাদমাধ্যমে কাজ করেছেন।

অ্যাঙ্গোলা সফরে আর্জেন্টিনা কেবল একটি ম্যাচই খেলবে। আগামী ১৪ নভেম্বর স্বাগতিক অ্যাঙ্গোলার সঙ্গে আর্জেন্টিনার এই প্রীতি ম্যাচটি আয়োজন করা হবে রাজধানী শহর লুয়ান্ডায়। জনপ্রিয় 'মুন্ডো আলবিসেলেস্তে'-এর খবর অনুযায়ী, এই ম্যাচ দিয়েই নাকি বছর শেষ করবেন লিওনেল মেসিরা।

অ্যাঙ্গোলা মূলত তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে এই ম্যাচটির আয়োজন করছে। প্রতি বছর ১১ নভেম্বর তাদের স্বাধীনতা দিবস। ১৯৭৫ সালের এই দিনে পর্তুগিজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা লাভ করেছিল দেশটি। এমন গুরুত্বপূর্ণ সময়ে লুয়ান্ডার ফুটবলপ্রেমীদের মেসিদের খেলা দেখার সুযোগ করে দিচ্ছে অ্যাঙ্গোলা ফুটবল অ্যাসোসিয়েশন।

তবে, একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে— লিওনেল মেসি ওই সফরে যাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। চোট এবং বিশ্রামের কারণে সবশেষ ৮টি ম্যাচের মধ্যে তিনি ৪টিতেই খেলেননি।