ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

১৯৭০ সালে বাংলাদেশ থেকে যাওয়া ৬৩ বাস্তুচ্যুত হিন্দু পরিবারকে জমি দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী 


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২২, ১১:০৪ পিএম

১৯৭০ সালে বাংলাদেশ থেকে যাওয়া ৬৩ বাস্তুচ্যুত হিন্দু পরিবারকে জমি দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী 

১৯৭০ সালে বাংলাদেশ থেকে যাওয়া ৬৩ বাস্তুচ্যুত হিন্দু পরিবারকে জমি দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী 

বাংলাদেশের স্বাধীনতার আগে ভারতে চলে যাওয়া ৬৩টি হিন্দু পরিবারকে আবাসিক কৃষি জমি ও বাড়ি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, পরিবারের সংখ্যা ৬৩ হলেও এতে প্রায় ৪’শজন লাভবান হবেন। ডিএনএইন্ডিয়া

এই সময় এই বাস্তুচ্যুত হিন্দুদের পাশে না দাঁড়ানোর জন্য বিগত সরকারগুলোর নিন্দা জানান। উত্তর প্রদেশ রাজ্য সরকারের মতে, এই শরণার্থীরা রাজ্যের বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করেছিলো। যোগী সরকার দখলদারদের হাত থেকে জায়গা মুক্ত করে সেটি শরণার্থীদের দিয়েছে, যারা কিনা বাড়ি বা জমি কেনার সামর্থ্য রাখে না। কানপুর দেহাট এলাকার ৬৩ পরিবারকে দুই একর জমি এবং পরিবার প্রতি ২’শ গজ দেয়া হয়েছে।

দুই বছর আগে যোগী সরকার পাকিস্তান ও বাংলাদেশ থেকে উত্তরপ্রদেশে গিয়ে বসবাসকারীদের প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। এতে ২০২০ সাল পর্যন্ত পিলিভীত জেলায় ৩৭ হাজারের বেশি শরণার্থী শনাক্ত হয়। নাগরিকত্ব আইনের অধীনে তাদের ভারতীয় নাগরিকত্ব দিতে এই তথ্য সংগ্রহ করা হয়েছিলো।