এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম

আইপিএলের চলমান ট্রান্সফার আলোচনায় বড় মোড়—সঞ্জু স্যামসনের দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার চুক্তি আটকে দিয়েছে রাজস্থান রয়্যালস। জানা গেছে, ট্রেডের বিনিময়ে তারা শুধু ট্রিস্টান স্টাবস নয়, আরও দুইজন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় চেয়েছে।
ডিসেম্বরের ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে আইপিএল মিনি নিলাম। এর আগে ১৫ নভেম্বরের মধ্যেই প্রকাশ পাবে খেলোয়াড় ধরে রাখার তালিকা, তাই এখনই দলগুলোর মধ্যে চলছে জমজমাট ট্রেড আলোচনা।
সঞ্জু স্যামসনের নাম কিন্তু নতুন নয়—তাকে পেতে আগ্রহ দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং সর্বশেষ দিল্লি ক্যাপিটালস। তবে সবকিছু ঠিকঠাক চলছিল দিল্লির সঙ্গেই, যতক্ষণ না রাজস্থান রয়্যালস নতুন দাবি তোলে।
স্যামসনের ট্রেডে বড় বাধা
গত সপ্তাহে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনের ট্রেডে নীতিগতভাবে রাজি হয়েছিল। কিন্তু রয়্যালস নিজেদের অধিনায়ককে ছাড়তে এখন কিছুটা অনাগ্রহ দেখাচ্ছে।
এর আগে চেন্নাই সুপার কিংসের সঙ্গেও রাজস্থান আলোচনা করেছিল। রুতুরাজ গায়কওয়াদের নেতৃত্বে একজন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার চান তারা। তবে রাজস্থানের "অতিরিক্ত দাবি" মেটাতে পারেনি সিএসকে, তাই সেই চুক্তি বাতিল হয়ে যায়।
একই অবস্থা হয়েছে দিল্লি ক্যাপিটালসের সঙ্গেও। রয়্যালস কেবল ট্রিস্টান স্টাবস নয়, আরও একজন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় দাবি করেছে।
রাজস্থানের নজরে তিন তরুণ ভারতীয় খেলোয়াড়
খবরে জানা গেছে, রাজস্থান রয়্যালস দিল্লির তিন তরুণ ক্রিকেটারের ওপর নজর দিয়েছে—
বিপ্রাজ নিগম, সামির রিজভি ও অভিষেক পোরেল।
তারা এই তিনজনের মধ্যে যেকোনো একজনকে ট্রেডে নিতে আগ্রহী। তবে দিল্লি ক্যাপিটালস এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি বা কাউকে ছাড়ার বিষয়টি নিশ্চিত করেনি।
কেন বিপ্রাজ নিগমকে এত গুরুত্ব দিচ্ছে রাজস্থান?
দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার বিপ্রাজ নিগম সাম্প্রতিক মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন। তিনি ডেথ ওভারে ফিনিশার হিসেবে কার্যকর ভূমিকা রাখেন, পাশাপাশি ছিলেন দলের অন্যতম প্রধান স্পিনার—অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের সঙ্গী হয়ে।
বিরাট কোহলির মতো ব্যাটারদের আউট করে নিগম নজর কাড়েন। অন্যদিকে রাজস্থানের স্পিন আক্রমণ গত মৌসুমে দুর্বল ছিল। ইউজভেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিনকে সেভাবে সাপোর্ট করতে পারেননি কেউ।
হাসরাঙ্গা কিছু ম্যাচে খেললেও প্রত্যাশিত ফল দিতে পারেননি। তাই নিগমকে দলে পেলে রাজস্থান তাদের স্পিন ও ডেথ ওভার সমস্যার সমাধান দেখতে পাচ্ছে।