ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪ | ২৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর শোক


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২২, ০২:৩০ পিএম

ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর শোক

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ শনিবার এক শোক বার্তায় মরহুম ফজলে রাব্বী মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

শোক বার্তায় মন্ত্রী বলেন, ফজলে রাব্বী মিয়ার মতো পরিশীলিত রাজনীতিবীদের মৃত্যু এ দেশের রাজনীতিতে গভীর শূন্যতা তৈরি করলো। সংসদীয় ধারার রাজনীতিতে তিনি অনবদ্য অবদান রেখে গেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার একনিষ্ঠ ভূমিকার কারণে তিনি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।