মোঃ বাহার উদ্দিন প্রকাশিত: ৩১ জুলাই, ২০২২, ০৬:১১ পিএম
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর রামগড় ব্যাটালিয়নের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৪৩ বিজিবি দোয়া,আলোচনা সভা, কেক কাটা এবং প্রীতিভোজের আয়োজন করে।
রবিবার (৩১ জুলাই)দুপুরে বিজিবির রামগড় ব্যাটালিয়ন সদরের সম্মেলন কক্ষে অন্যান্য অনুষ্ঠান শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা।
৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি'র সভাপতিত্বে অনুষ্ঠিনে গুইমারা সেনা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো.কামাল মামুন,বিজিবির গুইমারা সেক্টরের সেক্টরকমান্ডার ও বিভিন্ন জোন কমান্ডার,কর্মকর্তাবৃন্দ, সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক,হেডম্যান, কারবারী,সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।