এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২২, ১১:০৪ পিএম
মোহামেডান থেকে লিজেন্ডস অব রূপগঞ্জে পাড়ি জমালেন সাকিব আল হাসান
চলমান ডিপিএলের সুপার লিগে উঠতে না পারায় এর আগে মোহামেডান ছেড়ে শেখ জামালে যোগ দিয়েছিলেন মুশফিক-মিরাজ। এবার মোহামেডান ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দিয়েছেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছে রুপগঞ্জ কতৃপক্ষ।
নিয়ম অনুযায়ী যদি নির্দিষ্ট খেলোয়াড় কোনো দলের হয়ে একটি ম্যাচও না খেলে এবং সেই দলের খেলা শেষ হয়ে গেলে দলের অনুমতি সাপেক্ষে সেই খেলোয়াড় আরেক দলে খেলতে পারে। সেই নিয়মেই দল বদল করলেন সাকিব আল হাসান। এবার একই দলে খেলতে দেখা যাবে সাকিব-মাশরাফিকে।
দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং তার পারিবারিক অসুবিধার কারণে মোহামেডানের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি সাকিব। তবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের বাকি চার ম্যাচের জন্য সাকিবকে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ছেড়ে দিয়েছে মোহামেডান।