এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২২, ১১:০৪ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে ডিপিএল খেলবেন সাকিব আল হাসান
আসন্ন এ সিরিজে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচকরা তার সবুজ সংকেতের অপেক্ষা করে ছিলেন। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সাকিবের সিদ্ধন্তের অপেক্ষা করছেন তারা।
মঙ্গলবার ওই অনিশ্চয়তা কেটে গেছে। দেশসেরা এই ক্রিকেটার শ্রীলঙ্কার বিপক্ষে শুধু টেস্ট খেলবেন না, প্রস্তুত হয়েই মাঠে নামবেন। সেজন্য তিনি ঢাকা প্রিমিয়ার লিগেরডিপিএল সুপার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
ডিপিএল শুরুর আগে সাকিব মোহামেডানের সঙ্গে চুক্তি করেছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফর এবং পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে তিনি ডিপিএলের চলতি আসরে কোন ম্যাচ খেলতে পারেননি। দেশে পরিবারকে সময় দিয়ে বড় মেয়ে আলাইনাকে নিয়ে পাড়ি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। এবার ডিপিএল ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে দেশে ফিরছেন তিনি।
মোহামেডানের সঙ্গে চুক্তি করলেও রূপগঞ্জে খেলতে বাধা নেই সাকিবের। কারণ ডিপিএলের বাইলজ অনুযায়ী কোন ক্রিকেটার চলতি লিগে ম্যাচ খেলতে না পারলে একই মৌসুমে অন্য দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে খেলতে পারবেন তিনি।