ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

জেল থেকে বেরিয়ে একই তরুণীকে ফের ধর্ষণ! ভিডিও করল বন্ধু, জব্বলপুরে নারকীয় ঘটনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ আগস্ট, ২০২২, ০৩:০৮ পিএম

জেল থেকে বেরিয়ে একই তরুণীকে ফের ধর্ষণ! ভিডিও করল বন্ধু, জব্বলপুরে নারকীয় ঘটনা

জেল থেকে বেরিয়ে একই তরুণীকে ফের ধর্ষণ! ভিডিও করল বন্ধু, জব্বলপুরে নারকীয় ঘটনা

 ২০২০ সালে ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত যুবক জামিনে মুক্তি পেয়ে আবার ধর্ষণ (Rape) করল ওই একই তরুণীকে! মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সেই ভয়াবহ ঘটনায় শিউরে উঠছেন সকলে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে (Jabalpur)। অভিযোগ, জেল থেকে বেরিয়েই ওই তরুণীকে তাঁর বিরুদ্ধে করা অভিযোগ তুলে নিতে বলে যুবক। ভয় দেখায়। কিন্তু তরুণী তা শোনেননি। তারপরেই এক বন্ধুর সঙ্গে মিলে সে তরুণীর বাড়িতে ফের চড়াও হয়। ছুরি দেখিয়ে আবার ধর্ষণ করে তাঁকে। অভিযোগ, যুবকের সঙ্গী বন্ধুটি গোটা ঘটনা মোবাইলবন্দি করে। সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয় তারা।

মাসখানেক আগে ঘটে যাওয়া এই ঘটনার অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তাঁর বয়স এখন ১৯ বছর। দু’বছর আগেও একই যুবকের দ্বারা ধর্ষিতা হয়েছিলেন তিনি। তখন নাবালিকা ছিলেন।

অভিযুক্ত যুবকের নাম বিবেক প্যাটেল। ২০২০ সালে ধর্ষণের অভিযোগে তাকে প্রথমবার গ্রেফতার করেছিল পুলিশ। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় জেল খাটে সে। তবে ২০২১ সালে জামিনে মুক্তি পায়। তারপর থেকেই অভিযোগ তুলে নেওয়ার জন্য ওই তরুণীর উপর সে চাপ সৃষ্টি করত বলে অভিযোগ।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে