এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২২, ০৩:০৮ পিএম
প্রেমিকার মন পেতে মোবাইল শোরুমে মেয়েদের টয়লেটে লুকিয়ে যুবক, চুরি করল ৬টি ফোন!
প্রেমিকাকে উপহার দিতে মন চেয়েছে। কম দামি উপহারে তো প্রেমিকার মন ভরবে না। কিন্তু পকেট যে ফাঁকা! সেই কারণেই দুঃসাহসিক চুরির ছক কষেছিল বিহারের যুবক (Mobile Theft)। তবে সব করেই শেষ রক্ষা হয়নি।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)। মোবাইলের শোরুমে ঢুকে দামি দামি মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার ছক কষেছিল ওই যুবক। তার নাম আবদুল মুনাফ। বিহারের পূর্ণিয়ার বাসিন্দা সে। বেঙ্গালুরুর একটি নামজাদা মোবাইল শোরুমে গিয়ে সে মহিলাদের শৌচাগারে লুকিয়ে ছিল সারারাত।
জানা গেছে, মহিলাদের শৌচাগারে ঢুকে যুবক অপেক্ষা করছিল শোরুম বন্ধ হওয়ার। রাত হলে শোরুম বন্ধ করে কর্মীরা চলে গেলে কাজ শুরু করে আবদুল। সে ওই দোকান থেকে দামি দামি কিছু মোবাইল ফোন চুরি করে নেয়। তাঁর কাছ থেকে মোট ৬টি ফোন পাওয়া গেছে বলে খবর।
চুরির পর আবার যথাস্থানে ফিরে যায় আবদুল। মহিলাদের শৌচাগারেই ঢুকে আবার লুকিয়ে পড়ে সে। পরদিন সকালে ফের শোরুম খোলে। কর্মী ও ক্রেতাদের ভিড়ে সকলের চোখ এড়িয়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিল আবদুল। কিন্তু বিধি বাম। শোরুম থেকে বেরোনোর সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন পড়ে যায়। তখনই তাকে ধরে ফেলেন শোরুমের কর্মীরা। তারপর তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে যুবককে। পুলিশের জেরার সে জানিয়েছে কেন এমন চুরির পরিকল্পনা করল সে। যুবক জানিয়েছে, কিছুদিন আগে ইনস্টাগ্রামে ম্যাঙ্গালুরুর এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। তারপর কথা বলতে বলতে ভাললাগা, প্রেম। নতুন প্রেমিকার মনজয় করতেই তাঁকে দামি মোবাইল ফোন উপহার দেওয়ার পরিকল্পনা করে সে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে