ঢাকা, বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

উইলিয়ামসের হ্যাটট্রিকে মোহনবাগানের কাছে ৩-১ গোলে হেরে গেলো আবাহনী


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২২, ১১:০৪ পিএম

উইলিয়ামসের হ্যাটট্রিকে মোহনবাগানের কাছে ৩-১ গোলে হেরে গেলো আবাহনী

উইলিয়ামসের হ্যাটট্রিকে মোহনবাগানের কাছে ৩-১ গোলে হেরে গেলো আবাহনী

আবাহনীর বিপক্ষে ৬ মিনিটেই উইলিয়ামসের গোলে এগিয়ে যায় কলকাতার মোহনবাগান। ২৩ মিনিটে আবাহনী অধিনায়ক চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলে বদলি হিসেবে নামেন উইঙ্গার জুয়েল রানা। খেলার ২৯ মিনিটে উইলিয়ামসের দ্বিতীয় গোলে মোহনবাগান ২-০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধ শেষে ৬১ ভাগ বলের দখল ছিলো মোহনবাগানের।

দ্বিতীয়ার্ধে নেমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আবাহনী। ৬১ মিনিটে দুর্দান্ত গোল করে ব্যবধান কমান দানিয়েল কলিনদ্রেস। তবে সহজ গোলের সুযোগ নষ্ট করেন জুয়েল। ৮৫ মিনিটে উইলিয়ামসের হ্যাট্্িরক পূরণের পর আর কোনো গোল না হওয়ায় আবাহনীর বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পায় মোহনবাগান।

এ জয়ে এএফসি কাপের গ্রুপ পর্বে নাম লিখিয়েছে কলকাতার ক্লাবটি। যেখানে আগে থেকে অবস্থান করা বাকি তিনটি দল হলো: বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস।