ঢাকা, শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫ | ২৮ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

পর্তুগালের নতুন আইন চালু হলোই! অবৈধ অভিবাসীদের এখন সোজা দেশে ফেরত পাঠাবে 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

পর্তুগালের নতুন আইন চালু হলোই! অবৈধ অভিবাসীদের এখন সোজা দেশে ফেরত পাঠাবে 

ইউরোপের জনপ্রিয় দেশ পর্তুগালে অভিবাসীদের জন্য বড় ধাক্কা! নতুন একটা আইন পাস হয়ে গেছে, যার ফলে অবৈধভাবে যারা দেশটিতে ঢুকেছে বা থাকছে, তাদের সরাসরি নিজ দেশে ফেরত পাঠিয়ে দেবে পর্তুগাল সরকার।

এই আইনটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। খবরটা দিয়েছে দ্য পর্তুগাল নিউজ।
নতুন আইনের ফলে কী কী বদলে যাচ্ছে?

তবে সরকার বলছে, আইনটা মানুষের মর্যাদার বাইরে যায়নি। প্রত্যেকের আইনি প্রতিরক্ষা করার অধিকার, আপিল করার সুযোগ থাকছে। বিশেষ করে শিশু ও দুর্বল মানুষদের জন্য আলাদা সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তাদের প্রক্রিয়া একটু সহজ হয়।

এটাকে পর্তুগালের অভিবাসন নীতির সবচেয়ে বড় সংস্কারের শেষ ধাপ বলা হচ্ছে। এর মাধ্যমে দেশটি চায় নিয়ন্ত্রিত, নিয়ম মেনে এবং সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা চালু করতে।
সরকারের বার্তা পরিষ্কার—অবৈধ প্রবেশে কঠোরতা বাড়ছে ঠিকই, কিন্তু যারা বৈধভাবে আসবে, তাদের অধিকার আর মানবিক দিকগুলো আগের মতোই সুরক্ষিত থাকবে।