এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সঙ্গে তার "খুবই গঠনমূলক" টেলিফোন আলোচনা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রবিবার (৭ ডিসেম্বর) প্রকাশিত এক বক্তব্যে জেলেনস্কি বলেন, কীভাবে রাশিয়াকে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির শর্তগুলো মেনে নিতে বাধ্য করা যায়, তা নিয়েই মূলত এই আলোচনার আয়োজন করা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই প্রচেষ্টা চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।
মায়ামিতে টানা তৃতীয় দিন ধরে ইউক্রেনীয় কর্মকর্তারা মার্কিন শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে, এদিকে মস্কো কোনো ধরনের ছাড় দেওয়ার ইঙ্গিত দেয়নি এবং ইউক্রেনে তাদের বিমান হামলা অব্যাহত রেখেছে।
জেলেনস্কির সোশ্যাল মিডিয়া পোস্ট
জেলেনস্কি এক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লেখেন, "ইউক্রেন শান্তি অর্জনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৎ বিশ্বাসে কাজ চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। যুদ্ধ বন্ধ ও রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় শর্তগুলো নিয়েও আলোচনা হয়েছে।"
রাশিয়ার ব্যাপক হামলা অব্যাহত
অন্যদিকে, রাশিয়া শুক্রবার রাতেই ইউক্রেনের বিভিন্ন স্থানে ৬৫৩টি ড্রোন এবং ৫১টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাজধানী কিয়েভের দক্ষিণ-পশ্চিমের ফাস্টিভ শহরের একটি গুরুত্বপূর্ণ রেল জংশনে চালানো হামলায় প্রধান স্টেশন ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বেশ কয়েকটি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্টের সংহতি ও লন্ডন বৈঠক
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, তিনি জেলেনস্কির সাথে কথা বলেছেন এবং ইউক্রেনের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, ফ্রান্স উত্তেজনা কমানো ও একটি কার্যকর যুদ্ধবিরতি কার্যকর করতে সব অংশীদার দেশের সঙ্গে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।
ম্যাক্রোঁ নিশ্চিত করেছেন, সোমবার তিনি লন্ডনে জেলেনস্কি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনায় যোগ দেবেন। এই চার নেতা ইউক্রেনের যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের চলমান আলোচনার বিষয়ে সমন্বয় করবেন।