ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫ | ২৭ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

ইউক্রেনের আরও দুটি অঞ্চল দখলের দাবি রাশিয়ার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

ইউক্রেনের আরও দুটি অঞ্চল দখলের দাবি রাশিয়ার

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলার মাঝেই ইউক্রেনের আরও দুই গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দাবি করেছে রাশিয়া। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর—ইউক্রেনের খারকোভ ও দোনেৎস্কের দুটি বসতির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে মস্কো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গাইডেড বোমা, ড্রোন ও কিনঝাল মিসাইল ছুড়ে ইউক্রেনের যোগাযোগব্যবস্থা, সামরিক অবকাঠামো এবং জ্বালানি ডিপো ধ্বংস করা হয়েছে। দোনেৎস্কের দিমিত্রোভ এলাকায় ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার দাবিও করেছে মস্কো। অন্যদিকে, গ্রিশিনো এলাকা থেকে ইউক্রেনীয় সেনারা পিছু হটেছে বলে দাবি তাদের।

তবে কিয়েভ নতুন করে কোনো ভূখণ্ড হারানোর কথা অস্বীকার করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর দাবি—ফ্রন্টলাইনে এখনো লড়াই চলছে এবং প্রতিরক্ষা লাইন ভাঙেনি।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কমান্ড জানায়, পোক্রোভোস্কে রুশ সেনাদের ওপর বড় ধরনের হামলা চালিয়েছে তারা। মিরনোরাদ এলাকায় রুশ বাহিনী পিছু হটেছে বলেও দাবি করা হয়। এমনকি খারকিভের একটি বাঁধ ঘিরে রুশ সেনারা আটকা পড়েছে বলেও জানায় কিয়েভ।

এদিকে যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে শান্তি চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে তারা। তবে মস্কোর বক্তব্য—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাটি ভিত্তি হিসেবে নেওয়া হলেও এতে বড় ধরনের পরিবর্তন আনা জরুরি।