ঢাকা, শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫ | ২৯ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

ইসরাইলের একের পর এক চুক্তিভঙ্গ—শান্তির পথ কি আরও জটিল হয়ে যাচ্ছে?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

ইসরাইলের একের পর এক চুক্তিভঙ্গ—শান্তির পথ কি আরও জটিল হয়ে যাচ্ছে?

ফিলিস্তিনের বিধ্বস্ত গাজায় কার্যকর যুদ্ধবিরতি থাকলেও ইসরাইল তা মানছে না—এমন অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তাদের অভিযোগ, শত শতবার যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল পরিস্থিতি আরও অস্থির করে তুলছে। এ অবস্থায় শান্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু করাই কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেছে তারা।

হামাস জানায়, গাজা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী গত অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি এ পর্যন্ত অন্তত ৭৩৮ বার লঙ্ঘন করেছে ইসরাইল।

হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা হুসাম বদরান আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের উদ্দেশে বলেন, “ইসরাইল যদি চুক্তিভঙ্গ ও দায়িত্ব এড়িয়ে যাওয়া বন্ধ না করে, তাহলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর কোনো সুযোগ নেই। প্রথম ধাপ বাস্তবায়ন করতে এখন ইসরাইলের ওপর চাপ বাড়ানো জরুরি।”

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাস স্পষ্ট বার্তা দিয়েছে—যদি ইসরাইল যুদ্ধবিরতির শর্ত না মানে, তাহলে আলোচনার অগ্রগতি থমকে যাবে এবং পুরো শান্তি পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়বে।