ঢাকা, রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫ | ২৯ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

গাজায় এগিয়ে আসছে ভয়ংকর বায়রন ঝড়—লাখো মানুষের ওপর নতুন মানবিক বিপর্যয়ের হুমকি!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

গাজায় এগিয়ে আসছে ভয়ংকর বায়রন ঝড়—লাখো মানুষের ওপর নতুন মানবিক বিপর্যয়ের হুমকি!

ভারি বৃষ্টি আর তীব্র বাতাসের সঙ্গে ‘বায়রন’ নামের শক্তিশালী একটি ঝড় দ্রুত গাজার দিকে এগিয়ে আসছে। ইতোমধ্যে উপত্যকার লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি নতুন মানবিক বিপর্যয়ের আশঙ্কায় ভুগছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঝড়ের প্রভাবে উপত্যকার বাসিন্দারা গুরুতর বিপদের মুখে পড়তে পারেন।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “ঝড়টি প্রকৃত বিপদ ডেকে আনছে। অসংখ্য ফিলিস্তিনি এক বছরেরও বেশি সময় ধরে ক্ষয়ে যাওয়া তাঁবুতে জীবন কাটাচ্ছেন। তাদের কষ্টের যেন শেষ নেই।”

কর্তৃপক্ষ জানায়, এসব আশ্রয়কেন্দ্র ঝড়, শীত বা তীব্র আবহাওয়ার ধকল সামলানোর মতো নিরাপদ নয়। বিবৃতিতে আরও সতর্ক করা হয়, “গাজা উপত্যকা ভয়াবহ আবহাওয়ার মুখোমুখি, যা তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে থাকা হাজারো পরিবারের বড় ক্ষতি করতে পারে।”

বিবৃতির শেষে উল্লেখ করা হয়, “এই খারাপ আবহাওয়া গণহত্যা এবং ফিলিস্তিনি জনগণের ওপর চাপিয়ে দেওয়া অবরোধের কারণে তৈরি হওয়া মানবিক বিপর্যয়কে আরও গুরুতর করে তুলছে।”