ঢাকা, শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫ | ২৮ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

প্রেমিকার বউ এলে ১১ তলা থেকে পাইপ বেয়ে নামছিল তরুণী! পা পিছলে পড়তে পড়তে বেঁচে গেল অল্পের জন্য


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

প্রেমিকার বউ এলে ১১ তলা থেকে পাইপ বেয়ে নামছিল তরুণী! পা পিছলে পড়তে পড়তে বেঁচে গেল অল্পের জন্য

চীনের গুয়াংদং প্রদেশে যেন সিনেমার দৃশ্য বাস্তবে নেমে এলো। এক তরুণী প্রেমিকের ফ্ল্যাটে ছিলেন – হঠাৎ প্রেমিকের স্ত্রী বাড়ি ফিরে এলেন! পরকীয়া ধরা পড়ার ভয়ে প্রেমিক বললেন, “জানালা দিয়ে পালা!”

তরুণী আর দেরি করলেন না। সাদা পোশাকে পাইপ ধরে ১১ তলা থেকে ঝুঁকি নিয়ে নামতে শুরু করলেন। কিন্তু এক মুহূর্তে পা পিছলে গেল – সোজা নিচে পড়ার আগমুহূর্তে পাশের ফ্ল্যাটের বাসিন্দা জানালা দিয়ে হাত বাড়িয়ে তাকে ধরে টেনে তুললেন! এভাবেই বেঁচে গেল একটা প্রাণ।

পুরো ঘটনার ভিডিও ‘মাস্টশেয়ারনিউজ’ ইনস্টাগ্রাম পেজে পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল। লাখ লাখ মানুষ দেখছে আর অবাক হচ্ছে।

স্থানীয়রা বলছেন, এটা পরকীয়ার গোপনীয়তা বাঁচাতে জীবনের বাজি রাখার চরম উদাহরণ। কেউ প্রশংসা করছেন যে বেঁচে গেছে, কেউ আবার নৈতিকতার প্রশ্ন তুলছেন।
তবে একটা কথায় সবাই একমত – প্রেমের নামে এত বড় ঝুঁকি নেওয়া কোনো সমাধান নয়। এই ঘটনা অনেকের জন্যই সতর্কতার বার্তা হয়ে থাকল।