ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫ | ২ পৌষ ১৪৩২
Logo
logo

BBL শুরুর আগেই ধাক্কা! চোটে ছিটকে গেলেন সিক্সার্সের ইতিহাসসেরা উইকেটশিকারি শন অ্যাবট


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:১২ পিএম

BBL শুরুর আগেই ধাক্কা! চোটে ছিটকে গেলেন সিক্সার্সের ইতিহাসসেরা উইকেটশিকারি শন অ্যাবট

বিগ ব্যাশ লিগের ১৫তম আসন শুরুর আগেই বড় ধাক্কা খেল সিডনি সিক্সার্স। দলের সবচেয়ে বড় ভরসা, BBL ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি শন অ্যাবট হ্যামস্ট্রিং চোটের কারণে মৌসুমের প্রথম ম্যাচে খেলতে পারবেন না।

BBL ইতিহাসের অন্যতম সেরা বোলার শন অ্যাবট ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই সিডনি সিক্সার্সের হয়ে খেলেছেন।
২০১১ সালে BBL-এ অভিষেকের পর এখন পর্যন্ত তিনি খেলেছেন ১২৪টি ম্যাচ, নিয়েছেন ১৭৫টি উইকেট—যা টুর্নামেন্টে সর্বোচ্চ। গড় ২০.১৭। এমন একজন বোলারের অনুপস্থিতি নিঃসন্দেহে সিক্সার্সের জন্য বড় ক্ষতি।

হ্যামস্ট্রিং চোটে BBL ওপেনার মিস করছেন শন অ্যাবট

সম্প্রতি নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ড ম্যাচ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান অ্যাবট। সেই চোটের কারণেই তিনি প্রথম অ্যাশেজ টেস্টেও খেলতে পারেননি। যদিও সাম্প্রতিক সময়ে তিনি হালকা অনুশীলনে ফিরেছেন, তবে রোববার শুরু হওয়া BBL তার জন্য এখনো অনেক তাড়াতাড়ি।

সিক্সার্স কোচ গ্রেগ শিপার্ড ৯১.৩ স্পোর্ট এফএম-কে বলেন,
“না, সে খেলবে না। কয়েক রাউন্ড আগে আমাদের শিল্ড ম্যাচে শন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিল, জশ হ্যাজলউডও তখন চোটে পড়েছিল। সে ধীরে ধীরে সেরে উঠছে। এতে আমাদের স্কোয়াডের অন্যদের সুযোগ মিলবে, আর শন পুরো ফিট হলে আবার আক্রমণে যোগ দেবে।”

এছাড়া কোচ আরও জানান, শন অ্যাবটের পাশাপাশি ইয়র্কশায়ারের তরুণ লেগ স্পিনার জাফের চোহানও সিক্সার্সের প্রথম ম্যাচে খেলছেন না।
“এই ম্যাচে সে আমাদের সঙ্গে সফরে আসছে না। দারুণ প্রতিভাবান বোলার। ডেভিস, মারফি আর মানেন্তির সঙ্গে সে দলে ভালো ভারসাম্য আনতে পারত,” বলেন শিপার্ড।

অ্যাবটের জায়গায় স্থানীয় পেসারকে সুযোগ দিল সিক্সার্স

চোটের কারণে শন অ্যাবটকে দলে না পেয়ে তার বদলি হিসেবে স্থানীয় পেসার চার্লি স্টোবোকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে সিডনি সিক্সার্স। মৌসুমের প্রথম ম্যাচেই তিনি সুযোগ পাচ্ছেন।

দলে আরও পরিবর্তনের ইঙ্গিত দিলেন কোচ

গ্রেগ শিপার্ড আরও জানান, জ্যাকসন বার্ড এখন আর দলে নেই, কারণ তিনি হোবার্ট হারিকেন্সে যোগ দিয়েছেন। ফলে এই মৌসুমে মিচ পেরি হতে পারেন সিক্সার্সের নতুন নিয়মিত পেসার।

“ও এ বছর সুযোগ পাবে। শিল্ড আর ওয়ানডে ক্রিকেটে দারুণ বোলিং করছে। আমরা বিশ্বাস করি, ও আমাদের জন্য দীর্ঘদিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে—এই প্রথম ম্যাচ থেকেই,” বলেন শিপার্ড।

এছাড়া অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডসকে ব্যাটিং অর্ডারের ৩ থেকে ৭ নম্বরের মধ্যে যেকোনো জায়গায় খেলানো হতে পারে বলেও জানান কোচ।
তিনি টিম ডেভিডের মতো নিচের দিকে এসে ঝড়ো ইনিংস খেলতে পারেন, আবার চাইলে মিচেল ওউইনের মতো ওপেনিংয়েও নেমে দলকে দ্রুত শুরু এনে দিতে পারেন।

সবশেষে শিপার্ড বলেন, অভিজ্ঞ ব্যাটারদের মধ্যে জশ ফিলিপে সবচেয়ে নজর কেড়েছেন। প্রস্তুতি ম্যাচে তার ২০ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস ছিল দেখার মতো।