ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

অশান্তিবিহারে সংকটে জোট সরকার, বিজেপির সঙ্গ ছাড়তে পারেন ক্ষুব্ধ নীতীশ কুমার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২২, ০৪:০৮ পিএম

অশান্তিবিহারে সংকটে জোট সরকার, বিজেপির সঙ্গ ছাড়তে পারেন ক্ষুব্ধ নীতীশ কুমার

বিহারে সংকটে জোট সরকার, বিজেপির সঙ্গ ছাড়তে পারেন ক্ষুব্ধ নীতীশ কুমার

 পূর্বে আরও সাম্রাজ্য বিস্তারের আশা দেখছিল বিজেপি। ঝাড়খণ্ডে নড়বড়ে সোরেন সরকার ফেলে আপাতত রাষ্ট্রপতি শাসন জারি বলে হবে ধরে নিয়েছিলেন গেরুয়া শিবিরের অনেকেই। বিজেপির (BJP) সেই আশায় জল ঢেলে আন্দোলিত হয়ে উঠল বিহার। বিজেপির বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তুলে বিচ্ছেদের পথে হাঁটতে পারেন সংযুক্ত জনতা নেতা তথা বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। শুধু তাই নয়, পুরনো জোট সমীকরণে ফিরে যেতে পারেন নীতীশ। অর্থাৎ বিজেপি ছেড়ে তেজস্বী যাদবের আরজেডি, কংগ্রেস এবং বামেদের সঙ্গে জোট সরকার গড়তে পারেন তিনি।

রবিবার নয়াদিল্লিতে নীতি আয়োগের (Niti Aayog) বৈঠক ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সেই বৈঠকেও যোগ দেননি নীতীশ কুমার। বিহারে সিঁদুরে মেঘ অনেক আগে থেকেই দেখা যাচ্ছিল। রবিবারের পর সেই সিঁদুরে রঙ আরও গাঢ় হয়েছে বলেই মনে করা হচ্ছিল। হয়েছেও তাই। নীতীশ কুমার ও তাঁর দলের বড় অভিযোগ হল, বিহারে তাঁদের দলকেই ভাঙতে চাইছে বিজেপি। সেক্ষেত্রে সংযুক্ত জনতার প্রাক্তন সভাপতি আরসিপি সিংয়ের বিজেপি ঘনিষ্ঠতাই কফিনে শেষ পেরেক ঠুকেছে।

পর্যবেক্ষকদের অনেকের মতে, অতীতে বাজপেয়ী-আডবাণী জমানার বিজেপির সঙ্গে মোদী-অমিত শাহর বিজেপির অনেক ফারাক রয়েছে। বাজপেয়ী শান্তিপূর্ণ সহাবস্থান ও ক্ষমতার বন্টনে বিশ্বাসী ছিলেন। কিন্তু মোদী-শাহ অনেক বেশি সাম্রাজ্যবাদী। কংগ্রেসের এক নেতার কথায়, গুজরাতের ধমনীতে ব্যবসা রয়েছে। এবং এঁরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো। শরিক হয়ে ঢুকবে, তার পর শরিককেই রাজনৈতিক ভাবে খতম করে দেবে। মহারাষ্ট্রেও তাই হয়েছে।

তাৎপর্যপূর্ণভাবে এরই মধ্যে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে ফোন করে কথা বলেছেন নীতীশ কুমার। তার পর থেকেই বিহারে সংযুক্ত জনতা ও বিজেপি জোট সরকারের পতনের সম্ভাবনা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে গিয়েছে সর্বভারতীয় রাজনীতিতে। রাজনৈতিক সূত্রের মতে, আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। এই অবস্থায় আরজেডি তথা তেজস্বী যাদব সোমবার পরিষদীয় দলের বৈঠক ডেকে দিয়েছেন। পরিষদীয় দলের বৈঠক ডেকেছে কংগ্রেসও।

সংযুক্ত জনতার এক নেতা সোমবার দ্য ওয়ালকে বলেন, পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনই বলা মুশকিল। তবে এটা ঠিক যে এখনই ভোট চান না কোনও বিধায়কই।

সূত্রের খবর, সেই কারণেই আরজেডি, কংগ্রেসকে জোটের প্রস্তাব দিয়েছেন নীতীশ কুমার। এখন দেখা যাক জল কতদূর গড়ায়।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

র /এনবিএস/২০২২/একে