ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভক্তের সেলফির আবদারে বিরক্ত কিং খান, মুম্বই বিমানবন্দরে বাবাকে সামলাতে এগিয়ে এল আরিয়ান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২২, ০৪:০৮ পিএম

ভক্তের সেলফির আবদারে বিরক্ত কিং খান, মুম্বই বিমানবন্দরে বাবাকে সামলাতে এগিয়ে এল আরিয়ান

ভক্তের সেলফির আবদারে বিরক্ত কিং খান, মুম্বই বিমানবন্দরে বাবাকে সামলাতে এগিয়ে এল আরিয়ান

 রাস্তায় বেরোলেই ফ্যানদের (Fan) ছবি তোলার আর্জি হোক, বা অটোগ্রাফের আবদার, এসব তো তারকাদের (Star) দৈনন্দিন জীবনেরই অংশ। কিন্তু তারকা হলেও তাঁরা যে আদতে রক্ত-মাংসেরই মানুষ, কখনও কখনও তাঁদেরও মন-মেজাজ ভাল থাকে না, এ ঘটনাও হামেশাই চাক্ষুষ করেছেন ভক্তরা। এবার এক ভক্তের সেলফি (Selfie) তোলার আবদারে ধৈর্যচ্যুতি ঘটল বলিউড (Bollywood) বাদশা শাহরুখ খানের (SRK)।

সম্প্রতি দুই ছেলে আরিয়ান (Aryan Khan) ও আব্রামেরসঙ্গে মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের ফ্রেমবন্দি হয়েছেন কিং খান। সেই সময়েই এক ভক্ত প্রিয় তারকার সঙ্গে সেলফি তোলার আবদার করে। কিন্তু বি-টাউনের বেতাজ বাদশার বোধহয় সেই মুহুর্তে মেজাজটা ঠিক ভাল ছিল না। ওই ফ্যানের আবদারে তিনি সাড়া না দেওয়ায় তাঁর হাত ধরে জোর করে সেলফি তোলার চেষ্টা করে ওই ব্যক্তি। এতে স্পষ্টতই রেগে ওঠেন শাহরুখ। ঝটকা মেরে ভক্তের হাত ছাড়িয়ে দিয়ে পিছনে সরে যান তিনি।


এই সময় বাবাকে সামলাতে এগিয়ে আসেন কিং-খানের বড় ছেলে আরিয়ান খান। বিরক্ত শাহরুখের হাত ধরে অন্যদিকে সরিয়ে নিয়ে যান তিনি।

আরিয়ানের এই ম্যাচিওরিটিতে মুগ্ধ নেটিজেনরা। অন্যদিকে ওই ভক্তের আচরণে ক্ষুব্ধ কিং খানের ভক্তরা। ইনস্টাগ্রামে পাপারাজ্জির পোস্ট করা সেই পোস্টের কমেন্ট সেকশন ভরে গেছে নেটিজেনদের মন্তব্যে। একজন লিখেছে, ‘আরিয়ানের ব্যবহার আমার মন জিতে নিয়েছে।’ অন্য একজন লিখেছেন, ‘আর কবে মানুষ ব্যক্তিগত স্পেসের মানে বুঝবে? ওঁকে নিজের মতো থাকতে দাও না! তোমরা ওঁকে উত্যক্ত করবে, আর উনি প্রতিক্রিয়া দিলেই সেটার সমালোচনা করে বলা হবে অসম্মান করেছেন। ভক্ত হিসাবে আমাদেরও নিজেদের সীমা বোঝা উচিত।’

মাদক সেবনের ঘটনায় গত বছর আরিয়ান গ্রেফতার হওয়া ও ছাড়া পাওয়ার পর এই প্রথম দুই ছেলেকে নিয়ে প্রকাশ্যে এলেন বলিউড সুপারস্টার। সেই সময়েও সমস্ত ঘটনা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গেই সামলেছিলেন শাহরুখ ও তাঁর পরিবার। বেকসুর খালাস পাওয়ার পর চলতি বছরে আইপিএলের নিলামের সময় প্রকাশ্যে আসতে দেখা গিয়েছিল ২৪ বছর বয়সি আরিয়ান খানকে। শোনা যাচ্ছে, লেখক হিসাবে এবার আত্মপ্রকাশ করতে চলেছেন আরিয়ান। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি স্ক্রিপ্ট লিখে ফেলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে