ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

মহিলাকে হেনস্থায় অভিযুক্ত বিজেপি নেতা, নয়ডায় তাঁর বাড়ি ভাঙতে পৌঁছল বুলডোজার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২২, ০৪:০৮ পিএম

মহিলাকে হেনস্থায় অভিযুক্ত বিজেপি নেতা, নয়ডায় তাঁর বাড়ি ভাঙতে পৌঁছল বুলডোজার

মহিলাকে হেনস্থায় অভিযুক্ত বিজেপি নেতা, নয়ডায় তাঁর বাড়ি ভাঙতে পৌঁছল বুলডোজার

 বিজেপির কিষাণ মোর্চার সদস্য (BJP leader) শ্রীকান্ত ত্যাগীর (Tiyagi) অবৈধ সম্পত্তি ধ্বংস করতে বুলডোজার (Bulldozer) পৌঁছাল নয়ডার (Noida) আবাসনে।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে দেখা যায় বিজেপির সদস্য ত্যাগীর সঙ্গে এক মহিলার কথা কাটাকাটি চলছে। সেই ভিডিওতে ত্যাগীকে ওই মহিলার উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেও দেখা যায়।

জানা যায়, ত্যাগী আবাসনে কিছু চারাগাছ লাগাতে গিয়েছিলেন। তখন ওই মহিলা বলেন, কমপ্লেক্সের ভিতরে নিজের সিদ্ধান্তে কিছু করা নিয়ম বিরুদ্ধ। কিন্তু সে কথা মানতে চান না ত্যাগী। উলটে তিনি বলেন এটা তাঁর অধিকার। আর তারপরই শুরু হয় গালিগালাজ।

এই ঘটনার পরের দিন ত্যাগীর দলবল আবাসনের মধ্যে ঢুকে অশান্তি করতে থাকে। ওই মহিলার ঠিকানাও জানতে চায় বারবার।

এই ঘটনার খবর পেয়ে নয়ডা পুলিশ গিয়ে পৌঁছায় নয়ডার ওই আবাসনে। এই কমপ্লেক্সের ফেস ২ এর দায়িত্বপ্রাপ্ত অফিসারকে বহিষ্কার করা হয়েছে।

ত্যাগী নিজেকে বিজেপির সদস্য বলে উল্লেখ করে কিছু বড় নেতাদের সঙ্গে ছবি পোস্ট করলেও বিজেপি তাকে অস্বীকার করেছে।


নয়ডার বিজেপি নেতা মহেশ শর্মা প্রশ্ন তুলেছেন যে বাইরের ১৫ জন লোক কী করে একটা আবাসনে ঢুকতে পারে? আবাসনের সিকিউরিটি কি করছিল?

জাতীয় মহিলা কমিশন ত্যাগীর গ্রেফতারির জন্য গলা চড়িয়েছে। উক্ত মহিলার জন্য পুলিশ পাহারারও দাবি জানিয়েছেন তাঁরা।

ত্যাগী ও তাঁর দলবল পলাতক। পুলিশ তাঁদের উদ্দেশে খোঁজ চালাচ্ছে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে