এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২২, ০৮:০৪ পিএম
জি-২০ সম্মেলন থেকে ওয়াকআউট করলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা
জি-২০ এর বৈঠকে রাশিয়া প্রতিনিধিদের বক্তৃতার সময় বেরিয়ে যান ব্রিটেন, ফ্রান্স, মার্কিন ও কানাডার কর্মকর্তারা। উপস্থিত ইউক্রেনের কমকর্তারাও বৈঠক থেকে বেরিয়ে যান। যারা ভার্চুয়ালি উপস্থিতি ছিলেন তারা ক্যামেরা বন্ধ করে দেন।দ্য গার্ডিয়ান
টুইটারে ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনাক লেখেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চালানো আগ্রাসনের নিন্দায় আমরা ঐক্যবদ্ধ এবং রাশিয়াকে শাস্তি দেয়ার জন্য আরও শক্তিশালী আন্তর্জাতিক সমন্বয়ের জন্য চাপ দেবো।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘রাশিয়ার জি-২০ এর সদস্যপদ থাকা উচিত না।’
ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার রাশিয়ার প্রতিনিধিদের বৈঠকে যোগ না দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যুদ্ধ কখনোই আন্তর্জাতিক সহযোগিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ কানাডার অর্থমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বর হুমকি। ডয়েচে ভেলে
এদিকে, ওয়াকআউটের ঘটনার পর রাশিয়ার অর্থমন্ত্রণালয় থেকে জারি করা বিবৃতিতে জি-২০ দেশগুলোর সদস্যদের মধ্যে সংলাপকে রাজনীতিকরণ না করার আহ্বান জানানো হয়।