ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইরান থেকে আরো বেশি গ্যাস নিবে ইরাক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২২, ১২:০৮ পিএম

ইরান থেকে আরো বেশি গ্যাস নিবে ইরাক

ইরান থেকে আরো বেশি গ্যাস নিবে ইরাক

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আরো বেশি গ্যাস নেবে প্রতিবেশী ইরাক। ইরাকের বিদ্যুত মন্ত্রণালয়ের মুখপাত্র একথা জানান। এ বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।

মুখপাত্র আহমাদ আল-এবাদি ইরাকি গণমাধ্যম মিডল ইস্ট নিউজকে দেয়া সাক্ষাৎকারে আজ (শনিবার) বাড়তি গ্যাস আমদানির কথা জানান। তিনি বলেন, ইরান থেকে আরো বিদ্যুৎ আমদানি নিয়েও আলোচনা চলছে।   

আল-এবাদি জানান, তার দেশ ইরান থেকে গ্যাস আমদানি বাড়িয়ে সাড়ে চার কোটি ঘনমিটারে নেবে। ইরাক সম্প্রতি ইরানি গ্যাসের বকেয়া মূল্য পরিশোধ করার পর এই পরিকল্পনা নিয়েছে। তিনি জানান, ইরাকের বর্তমান গ্যাসের চাহিদা পাঁচ কোটি থেকে সাড়ে পাঁচ কোটি ঘন মিটার। বাড়তি গ্যাস নেয়ার বিষয়ে ইরানের সঙ্গে যে আলোচনা চলছে তা বাস্তবায়িত হলে ইরাকের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অনেক বেড়ে যাবে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে