ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

আফগানিস্তানের উত্তরাঞ্চলে পৃথক বিস্ফোরণে নিহত ২২, আহত ৪০


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২২, ০৯:০৪ পিএম

আফগানিস্তানের উত্তরাঞ্চলে পৃথক বিস্ফোরণে নিহত ২২, আহত ৪০

আফগানিস্তানের উত্তরাঞ্চলে পৃথক বিস্ফোরণে নিহত ২২, আহত ৪০

প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের একটি শিয়া মসজিদে একটি বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। অন্যএকটি পৃথক বিস্ফোরণে আফগানিস্তানের আরেকটি উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে আরও ১১ জন নিহত হয়েছে। জঙ্গি গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে। রয়টার্স

মাজার-ই-শরিফের তালিবান কমান্ডারের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজেরি বলেছেন, ২য় জেলায় একটি শিয়া মসজিদের ভেতরে একটি বিস্ফোরণ ঘটেছে, এতে নিহতের পাশাপাশি ৩২ জন আহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, রাস্তার ধারে বিস্ফোরণে কুন্দুজে একটি সামরিক ভ্যান লক্ষ্য করে হামলা চালনো হয় এবং আহতদের মধ্যে স্কুল শিক্ষার্থীও রয়েছে।

তিনি আরও জানান, রাজধানী কাবুলে রাস্তার পাশের বিস্ফোরণে একজন শিশুসহ তিনজন আহত হয়েছে