ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

কারিশ গ্যাসক্ষেত্র ইস্যুতে আমেরিকাকে লেবাননের হুঁশিয়ারি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২২, ১২:০৮ পিএম

কারিশ গ্যাসক্ষেত্র ইস্যুতে আমেরিকাকে লেবাননের হুঁশিয়ারি

কারিশ গ্যাসক্ষেত্র ইস্যুতে আমেরিকাকে লেবাননের হুঁশিয়ারি

লেবাননের সংসদে প্রতিরোধপন্থীদের নেতা মুহাম্মাদ রা'দ বলেছেন, কারিশ গ্যাসক্ষেত্র ইস্যুতে আমেরিকা হস্তক্ষেপ করলে পরিণতি ভালো হবে না, ইসরাইল কোনো দিন গ্যাস উত্তোলনের সুযোগ পাবে না।

১৫ বছরেরও বেশি আগে লেবাননের উপকূলে গ্যাসের সন্ধান পাওয়া যায়। এই গ্যাসক্ষেত্রের নাম কারিশ। আন্তর্জাতিক সংস্থাগুলোর জরিপ অনুযায়ী কারিশ গ্যাসক্ষেত্রের একটা অংশ লেবাননের সীমানায় পড়েছে। ২০২০ সালের অক্টোবর থেকে লেবানন ও দখলদার ইসরাইলের মধ্যে সমুদ্র সীমা নির্ধারণ নিয়ে পরোক্ষ আলোচনা চলছে।

এতে মধ্যস্থতা করছে আমেরিকা, আর পর্যবেক্ষণে রয়েছে জাতিসংঘ। তবে ২০২২ সালের জুনে ইসরাইল ঐ গ্যাসক্ষেত্রে উত্তোলনকারী জাহাজ পাঠানোয় এখন তা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে লেবাননের প্রভাবশালী সংসদ সদস্য মুহাম্মাদ রা'দ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে লেবাননে প্রতিরোধ আন্দোলনের অস্তিত্ব থাকা পর্যন্ত ঐ দেশটিকে গ্যাস উত্তোলনের সুযোগ দেওয়া ঠিক হবে না। কিন্তু আমরা বলছি হিজবুল্লাহ গ্যাস উত্তোলন করবে কারণ এই দেশে প্রতিরোধ আন্দোলন রয়েছে যারা দেশের স্বার্থ রক্ষা করে।

তিনি বলেন, লেবাননে প্রতিরোধ আন্দোলনের অস্তিত্ব না থাকা মানে হলো আমেরিকা ও ইসরাইলের দাসে পরিণত হওয়া।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে