এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২২, ১২:০৮ পিএম
জন্মদিনের পার্টিতে মাদক খাইয়ে গণধর্ষণ! গাজিয়াবাদে নির্যাতিতা ১৯ বছরের তরুণী
১৯ বছরের তরুণীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠল গাজিয়াবাদে (Ghaziabad)। একটি জন্মদিনের পার্টিতে (Birthday Party) যোগ দিয়েছিলেন ওই তরুণী। সেখানেই মাদক মেশানো পানীয় খাওয়ানো হয় তাঁকে। তারপরেই তিনজন মিলে ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মোদী নগরে। জানা গেছে, একটি বেসরকারি সংস্থায় কর্মরত ওই তরুণী। রবিবার একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেখানেই কেউ বা কারা তাঁকে মাদক মেশানো পানীয় খেতে দেয়। যা খেয়ে ঝিমিয়ে পড়েন তরুণী।
এই ঘটনায় তরুণীর অভিযোগের সাপেক্ষে তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম শেখর, কৃষ্ণ এবং অর্জুন।
তরুণীকে মাদক খাইয়ে এক যুবক তরুণীকে একটি ঘরে নিয়ে যায়। সেখানে ডেকে নেয় বাকি বন্ধুদেরও। ওই ঘরেই একে একে তিনজন ধর্ষণ করে তরুণীকে, জানিয়েছে পুলিশ। জানা গেছে, মাদকের প্রভাব কাটিয়ে কিছুটা হুঁশ ফিরলে বাধা দেওয়ার চেষ্টা করেন ওই তরুণী। কিন্তু তখন তাঁকে মারধর করা হয়, দেওয়া হয় খুনের হুমকিও। এরপরই পালিয়ে যায় তিন যুবক।
কোনওমতে বাড়ি ফেরেন নির্যাতিতা তরুণী। পরিবারের কাছে সবটা জানান। সোমবার বাবার সঙ্গে মোদী নগর থানায় গিয়ে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তরুণীর মেডিক্যাল পরীক্ষা করে পুলিশ গণধর্ষণের প্রমাণ পেয়েছে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে