ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

কার সঙ্গে ঘুরছেন স্বামী? বিজেপি নেতার পরকীয়া ধরে ফেলে জুতোপেটা করলেন স্ত্রী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২২, ০২:০৮ পিএম

কার সঙ্গে ঘুরছেন স্বামী? বিজেপি নেতার পরকীয়া ধরে ফেলে জুতোপেটা করলেন স্ত্রী

কার সঙ্গে ঘুরছেন স্বামী? বিজেপি নেতার পরকীয়া ধরে ফেলে জুতোপেটা করলেন স্ত্রী

 গাড়িতে করে স্বামীকে বান্ধবী নিয়ে ঘুরতে দেখেই মাথায় বাজ পড়ে স্ত্রীর! মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে স্বামীকে বের করে জুতো পেটা করলেন তিনি। সঙ্গে ছিলেন ওই ব্যক্তির শাশুড়িও। সেই ভিডিও নেট পাড়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গেছে। জানা গেছে, ওই ব্যক্তি একজন বিজেপি নেতা (BJP Leader beaten by his Wife)!

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) বুন্দেলখন্ডে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই বিজেপি নেতার নাম মোহিত সনকর। জানা গেছে, কয়েকদিন ধরেই স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে সন্দেহ করতেন তাঁর স্ত্রী। কিন্তু কিছুতেই প্রমাণ পাচ্ছিলেন না। অবশেষে খবর পান যে, তাঁর স্বামী বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়েছে গাড়ি করে। খবর পাওয়া মাত্রই ধাওয়া করেন তিনি।


মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ওই বিজেপি নেতাকে নামিয়ে জুতো পেটা করেন। পুরো ঘটনার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে স্বামীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মণি সনকর। ঘটনার তদন্ত শুরু করেছে জুহি থানার পুলিশ। খবর দ্য ওয়ালের  / এনবিএস/২০২২/একে