ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ছয় বছর পর ইরানে রাষ্ট্রদূত নিয়োগ দিল আমিরাত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২২, ১২:০৮ পিএম

ছয় বছর পর ইরানে রাষ্ট্রদূত নিয়োগ দিল আমিরাত

ছয় বছর পর ইরানে রাষ্ট্রদূত নিয়োগ দিল আমিরাত

সংযুক্ত আরব আমিরাত ছয় বছর পর আবার ইসলামি প্রজাতন্ত্র ইরানে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে আরব আমিরাত এই সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (রোববার) এক বিবৃতিতে বলেছে, তেহরানে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত সাইফ মুহামমাদ আল-জা’বি আগামী কয়েকদিনের মধ্যেই তার দায়িত্ব পালন শুরু করবেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা বাড়ানোর জন্য আগে যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তার আলোকে রাষ্ট্রদূত নিয়োগ করা হলো।

এর আগে, গত ২৬ জুলাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান সম্পর্ক উন্নয়নের বিষয়ে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেন।


আরব আমিরাতের মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের পারস্পরিক স্বার্থ অর্জন যেমন এই তৎপরতার একটি লক্ষ্য, তেমনি বৃহত্তর আঞ্চলিক স্বার্থ হাসিলও অন্যতম উদ্দেশ্য।

গত কয়েক বছর ধরে ইয়েমেন যুদ্ধ এবং আঞ্চলিক বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্কের যে ক্ষতি হয়েছিল তা ঠিক করার লক্ষ্য নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশ পারস্পারিক প্রচেষ্টা জোরদার করেছে।।খবর পার্সটুডে  /এনবিএস/ ২০২২/একে