ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

যত বেশি সংখ্যক রাশিয়ান হত্যা করা যায় আমাদের সেই চেষ্টা করা উচিত’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২২, ০১:০৮ পিএম

যত বেশি সংখ্যক রাশিয়ান হত্যা করা যায় আমাদের সেই চেষ্টা করা উচিত’

যত বেশি সংখ্যক রাশিয়ান হত্যা করা যায় আমাদের সেই চেষ্টা করা উচিত’

কাজাখস্তানে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত পিয়ত্রো ভুরব্লেভস্কি বলেছেন, “যত বেশি সংখ্যক রাশিয়ান হত্যা করা যায় আমাদের সেই চেষ্টা করা উচিত।” স্থানীয় গণমাধ্যম গতকাল সোমবার তার এ বক্তব্য প্রকাশ করেছে।

ইউক্রেনের চলমান সংঘাত সম্পর্কে জানতে চাইলে স্থানীয় একজন ব্লগারকে ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, "আমি আর কি বলতে পারি…আমরা যত বেশি সম্ভব রুশ নাগরিক হত্যার চেষ্টা করছি। আমরা যত বেশি রুশ নাগরিক হত্যা করতে পারবো তত কম আমাদের শিশুরা নিহত হবে। এটাই আমার কথা।"

ইউক্রেনের রাষ্ট্রদূতের এই বক্তব্যে রাশিয়ার ভেতরে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইউক্রেনকে সন্ত্রাসবাদী নীতি অনুসরণের জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, কেবলমাত্র কোনো সন্ত্রাসী সরকারের রাষ্ট্রদূত এই ধরনের কথাবার্তা বলতে পারে। গত ৮ বছর ধরে কিয়েভের নাজিবাদী সরকার নীরবে মানুষ হত্যা করে চলেছে আর সমস্ত সবকিছুর জন্য মস্কোকে দোষারোপ করেছে। কিন্তু এখন তারা প্রকাশ্যে জাতিগত নির্মূল অভিযানের কথা বলছে। টেলিগ্রামে দেয়া এক পোস্টে জাখারোভা এসব কথা বলেন।

গত মাসের প্রথম দিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হিটলারের ভূমিকা গ্রহণের জন্য অভিযুক্ত করেন।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে