এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২২, ০১:০৮ পিএম
উজবেকিস্তানের সঙ্গে নিরাপত্তা ক্ষেত্রে সমঝোতা চুক্তি সই হয়েছে: ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি বলেছেন, উজবেকিস্তানের সঙ্গে নিরাপত্তা ক্ষেত্রে সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার হবে।
সম্প্রতি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের অবকাশে এই চুক্তি সই হয়েছে।
ইরানের বার্তাসংস্থা ইরনা'র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি আজ (সোমবার) এ কথা বলেছেন।
আহমাদ ওয়াহিদি আরও বলেছেন, ইরান বর্তমানে সাংহাই সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে রয়েছে এবং পূর্ণ সদস্যপদ লাভের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে সংস্থাটির সঙ্গে আরও বেশি সহযোগিতায় নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছি।
নিরাপত্তা ক্ষেত্রে উজবেকিস্তানের সঙ্গে ইরানের সমঝোতা সইয়ের ফলে দুই দেশের মধ্যে সহযোগিতা আগের চেয়ে আরও শক্তিশালী হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াহিদি মন্তব্য করেছেন।।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে