এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২২, ০২:০৮ পিএম
দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান ও বিদ্যুৎ বিলে ছাড়ের ঘোষণা মমতার
ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে দুর্গাপুজো কমিটিগুলোকে ৬০ হাজার টাকা করে অনুদান এবং বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড়ের সুবিধা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ওই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধী সিপিএম ও বিজেপি নেতারা।
আজ (সোমবার) বিকেলে কোলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। একইসঙ্গে বিদ্যুৎ বিলেও মিলবে ছাড়। ইলেকট্রিক সাপ্লাই এবং স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডকে অনুরোধ করা হয়েছে, পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিল ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ ছাড় দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘রাজ্যে ৪৩ হাজার পুজো কমিটির নাম নথিভুক্ত রয়েছে। তা ছাড়াও রয়েছে বাড়ির পুজো এবং পল্লির পুজো।’
মুখ্যমন্ত্রীর ঘোষণা সম্পর্কে সিপিএমের সিনিয়র নেতা সুজন চট্টোপাধ্যায় ও রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য সমালোচনা করেছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘সরকারি কর্মীদের ডিএ ইত্যাদি বাদ, টাকা নেই বলে। লোনের পর লোন। রাজ্যের হাল এত খারাপ! কিন্তু ৫০ হাজার টাকার অনুদান বেড়ে ৬০ হাজার টাকা হবে। ছাড়ের পরিমাণ বাড়ানো হবে যাতে অন্তত ক্লাবের মারফত ভোটের দিক থেকে বাবা বাছা করে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। এটা খুব বিপজ্জনক এবং অন্যায়।’
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য একে দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই সরকার খেলা, মেলা, মোচ্ছবের সরকার। রাজ্যে ঋণের পরিমাণ ৫ লাখ কোটি টাকার সীমা পার করেছে, রাজ্যে বহু রাস্তা ও বাঁধ মেরামতির কাজ বন্ধ আছে কারণ ঠিকাদাররা পেমেন্ট পায়নি। বহু সরকারি হাসপাতালে জীবনদায়ী ওষুধ নেই, সরকারি কর্মীরা দীর্ঘদিন মহার্ঘ ভাতা পাচ্ছে না বলেও মন্তব্য করেন রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে