ঢাকা, শনিবার, মার্চ ২৯, ২০২৫ | ১৫ চৈত্র ১৪৩১
Logo
logo

প্রথমবার কাবা দেখলাম, আলহামদুলিল্লাহ' : সানা খান


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২২, ০৯:০৪ পিএম

প্রথমবার কাবা দেখলাম, আলহামদুলিল্লাহ' : সানা খান

প্রথমবার কাবা দেখলাম, আলহামদুলিল্লাহ' : সানা খান

বিত্র ওমরাহ সম্পন্ন করেছেন সাবেক ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী সানা খান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সানা নিজেই।  ইনস্টা

ওমরাহ সম্পন্ন করার বিষয়টি উল্লেখ করে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ওমরাহ সম্পন্ন হয়েছে। কাবাকে প্রথমবারের মতো দেখতে পারার জন্য আবারো আলহামদুলিল্লাহ।’

পোস্টে সানা আরও লেখেন, আল্লাহ সবার ওমরাহ ও ইবাদত কবুল করুন। যারা এখনো এখানে আসেননি তাদের জন্য আল্লাহ রহমতের দরজা খুলে দিক সেই দোয়া করি।

সানা খান মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়াতে আত্মপ্রকাশ করেন। ভারতীয় সিনেমা ও টেলিভিশন রিয়েলিটি শোতেও কাজ করেছেন। আর প্রায় ৫টি ভাষায় ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।