এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২২, ১২:০৮ পিএম
ফের কোভিড-আক্রান্ত বিগ বি! চিন্তায় অনুরাগীরা
ফের কোভিড-আক্রান্ত (covid positive) বিগ বি (Big B)। ভক্তদের উদ্বেগ বাড়িয়ে অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) জানিয়েছেন, দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হয়েছেন তিনি।
সোমবার টুইটারে (Twitter) এবং ফেসবুকে পোস্ট করে ভক্তদের এই দুঃসংবাদ দেন সিনিয়র বচ্চন। টুইটারে তিনি লিখেছেন, ‘এইমাত্র জানতে পারলাম, আমি কোভিড পজিটিভ। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেককে কোভিড পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’
এর আগে, ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউডের শাহেনশা। তখন তাঁকে একটি বেসরকারি হাসপাতালে দু’সপ্তাহেরও বেশি সময় ভর্তি থাকতে হয়েছিল। তবে এবারে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা কেমন হয়েছে, দুর্বলতা রয়েছে কিনা, বা হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, সে বিষয়ে খোলসা করে কিছু জানাননি বিগ বি।
অসুস্থতার খবর দেওয়ার আগে পর্যন্ত ‘কৌন বনেগা ক্রোড়প্রতি’র চতুর্দশ সিজনের শ্যুটিং করছিলেন অমিতাভ বচ্চন। তবে তাঁর কোভিডাক্রান্ত হওয়ার পর সেই শুটিং স্থগিত রাখা হতে পারে বলেই মনে করছেন অভিনেতার ভক্তবৃন্দ। তবে এখনো পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
কেবিসির শ্যুটিং ছাড়াও এই মুহূর্তেই বিগ বি-র অনেকগুলি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান,’ ‘গুডবাই,’ ‘উঁচাই’, ‘প্রজেক্ট কে’-সহ একাধিক ছবির মুক্তি রয়েছে সামনেই। তবে সুপারস্টার সুস্থ না হওয়া পর্যন্ত ছবিগুলির মুক্তি স্থগিত থাকবে বলেই মনে করা হচ্ছে।
আপাতত ৭৯ বছরের অভিনেতার স্বাস্থ্য নিয়ে চিন্তিত তাঁর অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। শিগগিরই তিনি কোভিড মুক্ত হয়ে শ্যুটিং ফ্লোরে ফিরবেন বলে আশা ভক্তদের।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে