ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

অচেনা নম্বর থেকে মেসেজ হোয়াটসঅ্যাপে, ক্লিক করতেই ২১ লক্ষ টাকা খোয়ালেন শিক্ষিকা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ আগস্ট, ২০২২, ০১:০৮ পিএম

অচেনা নম্বর থেকে মেসেজ হোয়াটসঅ্যাপে, ক্লিক করতেই ২১ লক্ষ টাকা খোয়ালেন শিক্ষিকা

অচেনা নম্বর থেকে মেসেজ হোয়াটসঅ্যাপে, ক্লিক করতেই ২১ লক্ষ টাকা খোয়ালেন শিক্ষিকা

 আপনার হোয়াটসঅ্যাপে (Whatsapp) কি অজানা নম্বর (Unknown Number) থেকে মেসেজ (Messege) আসে? তাহলে খুব সাবধান! সম্প্রতি অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আসা মেসেজের কারণেই ২১ লক্ষ টাকা খোয়ালেন এক অবসরপ্রাপ্ত (Retired) শিক্ষিকা (Teacher)।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে (Andhra pradesh)। আন্নামায়া জেলার বাসিন্দা বড়লক্ষ্মী বর্তমানে অবসর নিয়েছেন। সোমবার তাঁর হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে একটি মেসেজ আসে। না বুঝেই সেই মেসেজে পাঠানো লিঙ্কে ক্লিক করে বসেন ওই শিক্ষিকা। তারপরেই তাঁর অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে কখনও ২০ হাজার, কখনও ৪০ হাজার, কখনও ৮০ হাজার টাকা করে মোট ২১ লক্ষ টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা।

ঘটনার পর পুলিশের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হন বড়লক্ষ্মী। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা ওই শিক্ষিকার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিল। সেই মেসেজে এমন একটি লিঙ্ক দেওয়া ছিল, যেটিতে ক্লিক করে মাত্রই মোবাইলে থাকা সমস্ত ব্যক্তিগত তথ্য চলে যাবে হ্যাকারদের কাছে। বড়লক্ষ্মী তাই করেছিলেন। তারপর সেই তথ্য ব্যবহার করেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় হ্যাকাররা।

ব্যাঙ্ক থেকে বারবার টাকা কেটে নেওয়ার মেসেজ আসায় সন্দেহ হয় ওই শিক্ষিকার। এর পরেই পুলিশের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হন তিনি। তখনই উঠে আসে সম্পূর্ণ ঘটনা।

সাইবার ক্রাইমের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে দেশে। কয়েকদিন আগেই ওই অঞ্চলেরই একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর কাছ থেকে একইভাবে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল দুষ্কৃতীরা।

এই ধরনের অনভিপ্রেত ঘটনা এড়ানোর জন্য অপরিচিত নাম্বার থেকে মেসেজ এলে তাতে ক্লিক না করারই পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে