এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২২, ০২:০৮ পিএম
অপারেশন লোটাস’-এর অধীনে বিভিন্ন রাজ্যে সরকার ভাঙছে বিজেপি: কেজরিওয়াল
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভায় 'সিরিয়াল কিলার' শব্দ ব্যবহার করে নাম না নিয়ে বিজেপিকে নিশানা করেছেন। একইসঙ্গে দিল্লিতে ‘আপ’ সরকারের পতন ঘটানোর চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেছেন।
অর্থের বিনিময়ে বিভিন্ন দলের বিধায়ক কেনা প্রসঙ্গে আজ (শুক্রবার) কেজরিওয়াল বিজেপিকে টার্গেট করে বলেন, ‘এ পর্যন্ত তারা ‘অপারেশন লোটাস’-এর অধীনে ২৭৭ জন বিধায়ককে শিকার করেছে। প্রসঙ্গত বিজেপির প্রতীক চিহ্ন হল লোটাস বা পদ্মফুল।
কেজরিওয়াল বলেন, আমি মহারাষ্ট্রে শুনেছি, তারা ৫০ কোটি টাকায় বিধায়ক কিনছিল এবং দিল্লিতে তারা ২০ কোটি টাকার প্রস্তাব করেছে (আপ বিধায়ক কিনতে)। এই টাকা কোথা থেকে আসছে? যখন তাদেরকে মহারাষ্ট্র সরকারের পতন ঘটাতে হয়েছিল, তখন তারা ‘জিএসটি’ (পণ্য ও পরিসেবা কর) বাড়িয়েছিল। যখন তারা তাদের কর্পোরেট বন্ধুদের ঋণ মওকুফ করতে চেয়েছিল, তখন তারা পেট্রোলের দাম বাড়িয়েছিল। তারা গরীবের রক্ত চুষে তাদের কোটিপতি বন্ধুদের সাহায্য করছে।’
কেজরিওয়াল বলেন, ‘দিল্লিতে চলছে ‘অপারেশন লোটাস’। ঘোড়া কেনাবেচার জন্য দিল্লিতে ৮০০ কোটি টাকা রাখা হয়েছে। গুজরাট ও অন্যান্য রাজ্যে তাদের শক্ত ঘাঁটি ভেঙে পড়ছে। যদি আমরা ঘোষণা করি যে আমরা গুজরাট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না, তাহলে আমাদের বিরুদ্ধে সমস্ত তদন্ত বন্ধ হয়ে যাবে।’
মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বিজেপিকে টার্গেট করে আরও বলেন, ‘ওরা প্রত্যেকটি রাজ্যের সরকার পতন ঘটাতে ব্যস্ত। শহরে একজন সিরিয়াল কিলার এসেছে, যে একের পর এক খুন করছে। এই লোকেরা এ পর্যন্ত অন্য দলের ২৭৭ জন বিধায়ককে কিনেছে। এ জন্য ব্যয় হয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। তারা এ পর্যন্ত দেশে অনেক সরকারের পতন ঘটিয়েছে– গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, অসম, মধ্য প্রদেশ, বিহার, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মেঘালয়। শহরে একজন সিরিয়াল কিলার আছে যে একের পর এক খুন করছে। জনগণ একটি সরকার নির্বাচিত করে এবং ওরা তাদের পতন ঘটায়’ বলেও মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/ একে